SFI Tripura Protest : ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তথা UGC সম্প্রতি নয়টি বিষয়ে এলওসিএফ খসড়া প্রকাশ করেছে। যার পুরো নাম লার্নিং আউটকামস-ভিত্তিক কারিকুলাম ফ্রেমওয়ার্ক (LOCF) । এবার তা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস’ ফেডারেশন অব ইন্ডিয়া তথা SFI। তারা এই খসড়াকে ‘আদিম ও অবৈজ্ঞানিক’ আখ্যা দিয়েছে।
এই নিয়ে বুধবার আগরতলার প্রাণকেন্দ্রে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেব সহ অন্যান্যরা এই কর্মসূচী তে অংশ নিয়ে ইউজিসি প্রদত্ত খসড়ার কপি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে বিক্ষোভ দেখান।
নিউ এডুকেশান পলিসি নিয়ে তো আগে থেকেই ছাত্র যুবাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজমান ছিল। এবার এই নয়া খসড়ার মধ্যে শিক্ষা কে কিভাবে সংকোচিত করা যায় সেই ব্যবস্থা করছে এই জনবিরোধী সরকার। তাছাড়া প্রতিপত্তি শীল মানুষই শিক্ষা গ্রহন করতে পারবে, দরিদ্র রা সেই শিক্ষা গ্রহন থেকে বাদ পরবে – এমনটাই চাইছে এই সরকার।
তাছাড়া ইউজিসি যে এলওসিএফ চালু করেছে সেই নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বেশ কিছু বদল আনা হয়েছে। ইতিহাস কে ভেঙ্গে চুরে অন্য রূপ দিয়ে , আর এসএস বিজেপির এজেন্ডা কে শিশুদের মাথায় ঢুকিয়ে দেবার চক্রান্ত করা হচ্ছে। এই বিরুদ্ধেই এসএফ আই এর এই প্রতিবাদ কর্মসূচী বলে জানান সৃজন দেব। ভারতের স্বাধীনতা সংগ্রামের যাদের বলিদান অবিস্মরণীয় ছিল তাদের অনেকের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। এছাড়া ভারতের শিক্ষা ক্ষেত্রে ইতিহাসে যাদের অবদান ছিল তাদের অনেকেই আজ শিশুদের পাঠ্য পুস্তকের বিষয় বস্তু থেকে মুছে গেছে।
এভাবে ভারতের ইতিহাস কে বিকৃত করা এবং শিশুদের মস্তিস্কে কেবল এবং কেবল মাত্র আরএসএস এর বিষ ঢেলে দেবার চেষ্টা চলছে। এদিন এই বিক্ষোভ কর্মসূচী থেকে এমনটাই বললেন সম্পাদক সৃজন দেব।