CPIM Cloth Distribution : শ্লোগান অব্দিই সীমিত থাকেনা বামেরা। সমাজের উন্নয়নের জন্যে যেমন শ্লোগান তুলে প্রতিবাদ করে তেমনি সময়ে সামাজিক দায়িত্ব ও পালন করে তারা। এমনটাই বার্তা দিয়ে বামেরা আসন্ন দুর্গোৎসব কে কেন্দ্র করে এক বস্ত্র দান কর্মসূচীর আয়ুন করলো বুধবার ।
সামনেই পুজো। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি গরীব দুঃস্থ মানুষের মুখে একবিন্দু হাসি ফোটানো যায় তবে তাঁর চাইতে বড় পুন্য আর কি হতে পারে। তাই গোটা বছর ব্যাপি খেটে খাওয়া মানুষের স্বার্থে আওয়াজ তোলার পাশাপাশি এই পুজোর মরশুমে তাদের কে সামান্য উপহার তুলে দিতেও পিছ পা হলেন না সিপিআইএম নেতৃত্বরা।
২৪শে সেপ্টেম্বর বুধবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ সি পি আই (এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটির অফিসে উৎসবের এই মরশুমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এলাকার দুঃস্থ ও খেটে খাওয়া মা বোনেদের পাশে দাঁড়ালেন অঞ্চল কমিটির সদস্য সদস্যারা।
এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। বৃদ্ধা মায়েদের হাতে নতুন শাড়ী তুলে দেন বাম নেতা অমল চক্রবর্তী। প্রতি বছরই তাদের এই কর্মসূচী হাতে ইয়ে থাকে পূর্ব অঞ্চল কমিটি।
বামপন্থীরা কেবল রাজনৈতিক শ্লোগান নিয়ে রাস্তায় নেমে মিছিল মিটিং করেন এমনটা নয়। সমাজের সর্ব অংশের মানুষের জন্যে আন্দোলন করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কে মাথায় রেখে তারা সামাজিক কাজে ও এগিয়ে আসেন বরাবরই। পূর্বে ও এভাবেই পার্টির অন্যতম শ্রম দাত্রী নারী শক্তি তথা বরিষ্ঠ মহিলা নেত্রীদের কে পুজোর মরশুমে দাঁড়িয়ে নতুন বস্ত্র প্রদান করেছেন তারা। এছাড়াও এলাকা জুড়ে যে সমস্ত মা বোনেরা নিত্যদিন পরিশ্রম করে জীবন ধারন করছেন, তাদের কে ও প্রতি বছর এভাবেই বস্ত্র বিতরণ করে থাকেন বামেরা।
এবছরেও তাঁর অন্যথা হয়নি। সামাজিক দায়বদ্ধতা কে কখনোই অস্বীকার করেনা বামপন্থা। সমাজের একেবারে শেষ থেকে শীর্ষ সর্ব স্তরের মানুষের জন্যে কাজ করেন তারা। তাই এবারেও শারদীয় দুর্গোৎসব কে কেন্দ্র করে বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলকেই নতুন বস্ত্র প্রদান করলেন তারা। আর এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচী শেষে এমনটাই জানালেন বাম নেতা অমল চক্রবর্তী।