খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:43 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ণ

Durga Puja 2025 : কবি সুকান্তের কবিতায় অনুপ্রাণিত হয়ে আগরতলায় সেজে উঠছে এক পুজো মণ্ডপ, নাম অঙ্গীকার

Durga Puja 2025
1 minute read

Durga Puja 2025 : কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন , প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার! সভ্যতার চরম শিখরে দাঁড়িয়ে আজ পৃথিবী বড় কঠিন ব্যামো তে ভুগছে। চারিদিকে চেইন স মেশিনের ধারে মুখ থুবড়ে পড়ছে পৃথিবীর ভারসাম্য। মুখ থুবড়ে পড়ছে বৃহদাকার গাছ পালা।

এই অবস্থায় দাঁড়িয়ে মানব জাতি কে সচেতন করতে সুকান্তের বলে যাওয়া সেই উক্তি কে পাথেয় করে “অঙ্গীকার “ থিমে সেজে উঠছে শহর আগরতলার আশ্রম চৌমুহনী স্থিত শতদল সংঘ ক্লাবের পুজো। পুজো বাবদ এবছরে তাদের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা।

অভিনব এই মণ্ডপ সজ্জায় নিয়োজিত রয়েছেন সুদূর কলকাতার শিল্পী রুদ্র বসাক এবং তাঁর দল। মণ্ডপ সজ্জায় সম্পূর্ণ ভাবে প্রাকৃতিক উপাদান যেমন গাছের ডাল, বিভিন্ন ফলের খোসা, ছাল , ধানের খোসা , খর ইত্যাদি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও এই পৃথিবী প্রকৃত অর্থে শিশুর বসত ভূমি হতে গেলে কিরুপ হওয়া চাই সেটাও এই প্যান্ডেল সজ্জার মধ্যে দিয়ে দর্শনার্থীদের কাছে তুলে ধরার প্রয়াস করেছেন শিল্পীরা। সার্বিক ভাবে প্রতিবারের মতোই শহর আগরতলার উল্লেখযোগ্য পুজো আয়োজন দের মধ্যে শতদল সংঘের নাম উঠে আসছে ।

এবার দেখার বিষয় এটাই, অঙ্গীকার থিমে সুসজ্জিত শতদল সংঘের এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের আকৃষ্ট করতে এবং তাদের কাছে কাঙ্ক্ষিত বার্তা পৌছাতে কতদূর সফল হয়।

For All Latest Updates

ভিডিও