IGM Hospital ATSF Tantrum : পূর্বে যারা পরিচালনা করতেন তারাই ভালো ছিলেন। নয়া সংস্থা কে বাতিল করে পুরাতন সংস্থা কে ফিরিয়ে আনা হোক, নইলে বৃহত্তর আন্দোলন হবে। মঙ্গলবার আগরতলা আইজিএম হাসপাতাল এর মূল ফটকের সামনে দাঁড়িয়ে এমনই হুঙ্কার সুলভ মহিলা কর্মীদের।
উল্লেখ্য, গত মাসে আইজিএম হাসপাতালের সুলভ কর্মীদের পরিচালন কারী টেন্ডার এটিএসএফ নামক একটি নতুন সংস্থার হাতে হস্তান্তর করা হয়। তখন থেকেই কার্যত এই সংস্থা কে এক প্রকার বয়কট করতে চেয়েছিল কর্মীরা। এই নিয়ে বিক্ষোভ ও দেখায় তারা। কিন্তু তাদের আর্জিতে কর্ণপাত করা হয়নি। তবে এবার আরও গুরুতর অভিযোগ নিয়ে সামনে এসেছেন মহিলা সুলভ কর্মীরা।
মঙ্গলবার আইজিএম হাসপাতালে সুলভ পরিষেবা ক্রমশই তলানিতে গিয়ে ঠেকছে বলে অভিযোগ তুলে ধরেছেন তারা । আর তার পেছনে দায়ীকরা হয়েছে নতুন টেন্ডার ধারী এটিএসএফ নামক সংস্থা কে । এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আইজিএম হাসপাতালে সুলভ কাজে নিযুক্ত কর্মীরা বিক্ষোভে সামিল হন!
কর্মীদের অভিযোগ, নতুন সংস্থা সুলভ কাজে প্রয়োজনীয় সামগ্রী যেমন মপ, দড়ি, হ্যান্ডগ্লাভস, অ্যাসিড, ফিনাইল ইত্যাদি সামগ্রী সরবরাহ করছে না । এর ফলে প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী, সাফাই কর্মীদের দিয়ে নির্ধারিত দায়িত্বের বাইরে বাড়তি কাজ করানো হচ্ছে। যার জন্য আলাদা কোনো প্রশিক্ষণ বা পারিশ্রমিক দেওয়া হচ্ছে না তাদের ।
কর্মীরা জানান, এই নিয়ে সুপারভাইজারের কাছে অভিযোগ জানাতে গেলে উল্টে হুমকি দেওয়া হচ্ছে তাদের। বিশেষ করে মহিলা সুলভ কর্মীদের প্রতি অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাদের আরও অভিযোগ , সংস্থার কিছু কর্তৃপক্ষ মানহানিকর ভাষা ব্যবহার করে এবং সম্মানহানিকর আচরণ করে আসছে তাদের সাথে। যাএর আগে কখনোই হয় নি আর এধরণের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।
এই পরিস্থিতিতে কর্মীরা এদিন আইজিএম হাসপাতালের চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, পূর্বে যেভাবে পুরনো সংস্থা কাজ করত, সেই ব্যবস্থাই তারা ফের চাইছেন। পুরনো সংস্থা না ফিরলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। এখন দেখার বিষয় এটাই যে, সুলভ কর্মীদের আর্জি তে আদৌ কর্ণপাত করেন কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।