8th Assembly Session Tripura : স্পিকার বিশ্ব বন্ধু সেন অসুস্থ্য হলেও বন্ধ থাকবে না অধিবেশন। বিএসি বৈঠক শেষে জানালেন পরিষদীয় দলনেতা রতন লাল নাথ।
ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার । এদিন বিধানসভা অধিবেশন কে সামনে রেখে বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো BAC বৈঠক ।
যেখানে শাসক , শরিক ও বিরোধী সমস্ত দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং সর্ব সম্মতি ক্রমে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিধানসভা অধিবেশন । যা চলবে ২৩ সেপ্টেম্বর অব্দি।
যদিও এদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না বিশেষ কারণ বশত। তবে উনার অবর্তমানে অন্য একজন কে পাঠানো হয়। সর্ব সম্মতি ক্রমেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯ শে সেপ্টেম্বর থেকে অধিবেশন শুরু হয়ে তা ২৩ শে সেপ্টেম্বর অব্দি চললেও মাঝে ২২শে সেপ্টেম্বর অধিবেশন থাকবেনা। কারণ বশত জানানো হয়েছে, এদিন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন।
উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সংস্কার কাজ শেষে তা উদ্বোধন এর লক্ষ্যেই এদিন এই সফর হতে চলেছে। আপাতত এমনটাই নিশ্চিত খবর রয়েছে। তাই এদিন বিধানসভা অধিবেশন স্থগিত রেখে তা ২৩শে সেপ্টেম্বর করা হবে বলে জানিয়েছেন পরিশদিয় দলনেতা রতন লাল ।
আসন্ন বিধানসভা অধিবেশনে মোট চারটি বিল আনা হতে পারে বলে জানা গেছে । এছাড়াও থাকবে প্রশ্নোত্তর পর্ব । পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি প্রস্তাব। স্পিকার বিশ্ব বন্ধু সেন শারীরিক অসুস্থ্য তার দরুন অধিবেশন পরিচালনা করতে না পাড়ায় উনার পরিবর্তে ডেপুটি স্পিকার রাম প্রসাদ পাল অধিবেশন পরিচালনা করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাঙ্গালীর সব চাইতে বড় উৎসব দুর্গা পুজো। উৎসব মুখর থাকবে গোটা রাজ্য । রাজ্যের মানুষ সর্বতোভাবে এই উৎসবে সম্মিলিত হবেন। সার্বিক দিক মাথায় রেখে এবারের অধিবেশন দীর্ঘায়ীত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২৩শে সেপ্টেম্বর এই শেষ হবে অধিবেশন। এর মধ্যে যে বিষয় গুলি আলোচনার ক্ষেত্রে বাদ পরবে কিংবা বকেয়া থাকবে তা পরবর্তী অধিবেশনে সংযুক্ত করে দেওয়া হবে।