খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:27 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:২৭ পূর্বাহ্ণ

Digitalized Ration Card : এখন থেকে আর বই নয়, ডিজিটাল কার্ড দিয়ে সুলভ মূল্যের সামগ্রী তুলতে পারবেন ভোক্তারা

Digitalized Ration Card
1 minute read

Digitalized Ration Card : এবার থেকে ডিজিটাল কার্ড দিয়ে দেওয়া হবে রেশন সামগ্রী। প্রধানমন্ত্রীর এক দেশ এক রেশন কার্ড কার্যক্রমের বাস্তবায়নের লক্ষ্যে এই ডিজিটাল রেশন কার্ডের সূচনা হয়েছে । শনিবার এই ডিজিটাল রেশন কার্ড বিতরণ হল কাঞ্চনমালায়।

এদিন সন্ধ্যায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালার ৩ নং রেশন শপে খাদ্য দপ্তরের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ড বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়। এই প্রথম কাঞ্চনমালা এলাকায় মানুষ ডিজিটাল রেশন কার্ড এর সুবিধা অর্জন করলে ।

এ দিনের এই ডিজিটাল রেশন কার্ড বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন ডুকলি আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ, কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস সহ রেশন ডিলার সঞ্জয় রায়। এ দিনের এই কার্যক্রমে ৩ নং রেশন দোকান থেকে এ পি এল, অন্তোদয় এবং পিজি কার্ড তুলে দেওয়া হয় কার্ড হোল্ডারদের হাতে।

যদিও এই ডিজিটাল রেশন কার্ড হোল্ডারদের মধ্যে রাখা হয়েছে মহিলাদের। এ দিনের এই ডিজিটাল রেশন কার্ড বিতরণ শেষে ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ জানিয়েছেন এই ডিজিটাল রেশন কার্ড এর মাধ্যমে ভোক্তারা রাজ্যের যেকোন রেশন দোকান থেকে তাদের রেশন সামগ্রী নিতে পারবেন। এই ডিজিটাল রেশন কার্ডটি সম্পূর্ণই অনলাইন রেশন কার্ড।

খাদ্য দপ্তর এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তারা রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শরিক ধন্যবাদ জানিয়েছেন। এদিন তারা জানিয়েছেন বর্তমান সরকার মানুষের জন্য যতগুলি কাজ করছে সবগুলি কাজই হল জনস্বার্থে কাজ।
এদিন উপস্থিত ভাইস চেয়ারম্যান সহ এলাকার প্রধান আরো জানিয়েছেন যাদের এই ডিজিটাল রেশন কার্ড আসেনি তাদের হতাশাগ্রস্থ হওয়ার কোন কারণ নেই । কেননা যারা কেওয়াইসি সম্পন্ন করেছে তাদের ওই এই ডিজিটাল রেশন কার্ড এসেছে এবং বাকিরা কেওয়াইসি করার পর তাদের হাতেও এই ডিজিটাল রেশন কার্ড তুলে দেওয়া হবে।

আগামী দিনে গোটা রাজ্য ব্যাপি প্রতিটি রেশনে এবং রেশন কার্ড হোল্ডার এর হাতে থাকবে এই ই- রেশন কার্ড। যা তাদের ন্যায্য মূল্যের দোকান থেকে সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে আরও সুবিধা করে দেবে বলেই আশাবাদী সকলে। যদিও এই ডিজিটাল রেশন কার্ড পদ্ধতি আদৌ সকলের জন্যে সুবিধা দায়ক হবে কিনা সেটা নিয়ে কিছুটা শঙ্কা রয়ে যায়।

For All Latest Updates

ভিডিও