খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:27 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:২৭ পূর্বাহ্ণ

Bishalgarh Ratan Lal Nath : দূর্গা পূজোয় সকল বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল বলে জানালেন মন্ত্রী রতন লাল নাথ

Bishalgarh Ratan Lal Nath
1 minute read

Bishalgarh Ratan Lal Nath : বিশালগড় এবং চড়িলাম এর বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। বিশালগড় ও চরিলাম জুড়ে বহু দিন যাবত বিদ্যুৎ বিভ্রাট জনিত সমস্যা দেখা দিচ্ছে। এই নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তর কে অবহিত করানোর উদ্দেশ্যে খবরাখবর প্রচারিত হয়েছে। কিন্তু তাতেও তেমন কোনো সাড়া মেলেনি। অবশেষে দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মন্ত্রী বাহাদুর নিজে এসে পরিস্থিতি নিয়ে আলোচনার বৈঠকে বসলেন।

বেশ কিছুদিন আগে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে বিশালগড় জাঙ্গালিয়া উদয়পুর সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা । এই খবর প্রকাশিত হবার পর নড়েচড়ে বসেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার বিকেলে আচমকাই বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মণ্ডল ও চরিলাম মণ্ডলের সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ার পারসন সহ অন্যান্য আধিকারিকেরা। দুই বিধানসভা কেন্দ্রেরই বৈদ্যুতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এই নিয়ে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন মন্ত্রী। যা অতি দ্রুত সাড়াই করা হবে বলেও আশ্বস্ত করেছেন উনি।


এর মচ্ছ্যে উল্লেখ্য বিষয়, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের পুজোর ছুটি বাতিল করেছেন। সবাইকে কাজ করতে হবে পূজোর সময়ে । তাছাড়া বিশালগড় গকুলনগর বিদ্যুতের সাব স্টেশনটি পুজোর আগেই উদ্বোধন হবে বলে জানান মন্ত্রী।

অন্যদিকে বিশালগড়ের একাধিক ট্রান্সফরমার বহু কাল ধরে জীর্ণ দশায় ধুঁকছে। এগুলোকে সাড়াই করাবার কোথাও বলেছেন উনি।

For All Latest Updates

ভিডিও