খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 11 September 2025 - 08:28 PM
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:২৮ অপরাহ্ণ

Jampuijala News : মথা পরিচালিত জম্পুই জলায় দিব্যাঙ্গ ভাতা থেকে বঞ্চনার শিকার দুই মেয়ে

Jampuijala News
1 minute read

Jampuijala News : কেবল থান্সা আর জাতিগত রাজনীতি নিয়ে ব্যস্ত তিপ্রা মথা । তারা আদতে মানব সেবায় নিয়োজিত নাম কা ওয়াস্তে। আর তাই তিপ্রা মথা পরিচালিত টাকারজলা বিধানসভার জম্পুই জলার এক হতদরিদ্র পরিবার সামান্য সরকারি ভাটা টুকুর জন্যে আজ চোখের জল ফেলছে। নজর নেই নেতা মন্ত্রী, আমলা দের।

পরিবারে দুইজন কন্যা সন্তান। দুই জনই দিব্যাঙ্গ। জন্মের দু বছর পর থেকেই তারা দিব্যাঙ্গ হয়ে পরে। পরিবারটি অন্তঃদয়। নুন আনতে পান্তা ফুরাবার মতো অবস্থা তাদের । কোনরকমে দিন কাটে । বাবা পরের রাবার বাগানে টেপার এর কাজ করে দুই মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসার প্রতিপালন করছেন । বাবার নাম মুক্তা রাই কলই। মায়ের নাম শ্যামপ্রি কলই। বাড়ি জম্পুই জলা আর ডি ব্লকের অন্তর্গত থেলাখুং ভিলেজের তিন নং কলোনি পাড়া এলাকায়।

দুই দিব্যাঙ্গ মেয়ের একজনের বয়স ১৩ একজনের ১২। কিন্তু আজ পর্যন্ত তাদের দিব্যাঙ্গ ভাতার ব্যবস্থা হয়নি। বেশ কয়েকবার বিকলাঙ্গ সার্টিফিকেট পাওয়ার জন্য সিপাহীজলা জেলা দিব্যাঙ্গ অফিসে গাড়ি রিজার্ভ করে ৮০০ টাকা অটো ভাড়া দিয়ে দুই মেয়েকে নিয়ে আসেন হতদরিদ্র বাবা মা । কিন্তু কাজ হয়নি। পাননি তারা সার্টিফিকেট। মেডিকেল বোর্ড তাদেরকে এখনো সার্টিফিকেট দেয়নি বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আবারো বিশ্রামগঞ্জ স্থিত জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের আসেন সপরিবারের । প্রশাসন রাজনৈতিক নেতৃত্ব জনপ্রতিনিধি কেউ তাদের দিকে ফিরে তাকায় না বলে অভিযোগ। বিশ্রামগঞ্জ জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড বসে। সেই বোর্ড বিকলাঙ্গদের দেখে সার্টিফিকেট ইস্যু করে। তারপর সমাজ কল্যাণ দপ্তর থেকে তাদের ভাতা মঞ্জুর হয়। তাই বৃহস্পতিবার তাদের ন্যায্য ভাতার জন্যে তারা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে ছুটে এসেছেন । এসেই নিজেদের দুঃখের কথা গুলো বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

তাদের বাড়িটি মূলত টাকারজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেই বিধানসভা কেন্দ্র টি মূলত তিপ্রা মথা দ্বারা পরিচালিত। ভোটের প্রাক্কালে মথা জনজাতি দের সার্বিক সুযোগ সুবিধা এবং উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তারা আদতে কতটা কি করছেন সেটার প্রমাণ প্রায়শই মিলছে। এই দিব্যাঙ্গ পরিবার টির দিকেও ফিরে তাকায়নি মথার জনপ্রতিনিধি। এবার ঘটনার খবর প্রচারিত হবার পর রাজ্য সরকার পরিবার টির দিকে ফিরে টাকায় কিনা এবং মেয়ে দুটোর ভাতার বন্দোবস্ত হয় কিনা সেটাই দেখার বিষয়।

For All Latest Updates

ভিডিও