Sadar SDM Program : পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক এর উদ্যোগে শুভ শারদীয়া ও দীপাবলির উপলক্ষে দুর্গোৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে পূজা উদ্যোক্তাদের সহিত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউনহলে ।
উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ও পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিনের এই আলোচনা সভায় আগতলা শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা ও শামিল হন। তাদের সাথে এবারের পুজোয় সাউন্ড সিস্টেম এর ব্যবহার , পুজো চলাকালিন আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।
এছারা বিগত বছরে প্রশাসনিক ভাবে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে সেগুলি এবছর সংশোধন করার চেস্তা করা হবে বলে আশ্বস্ত করা হয়। বিস্তারিত জানিয়ে জেলা শাসক ডঃ বিশাল কুমার বলেন, দুর্গা পুজো ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের জন্যে একটি আনন্দ উৎসব। সবাই মিলে মিশে এই উৎসবে অংশ গ্রহন করবেন। আনন্দ উপভোগ করবেন। এক্ষেত্রে যাতে কারো কোনো ধরণের অসুবিধা না হয় সেদিকে নজর দারি রাখা পুজো উদ্যোক্তাদের ও কর্তব্য। তার পাশপাশি পুজো চলাকালীন রাজ্যের সব দিকে আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ও নজরদারি রাখতে হবে।
আগরতলা শহরের বুকে এ বছর ২২০ থেকে ২৩০ টির মতো বড় বাজেটের পুজো হচ্ছে । তার সঙ্গে রয়েছে অগনিত ছোট ছোট পুজো। সব ক্ষেত্রেই প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট রাখা হবে। এছাড়াও বিগত দিনে পুজো কালীন অবস্থায় বাড়ি ঘরে চুরি চামারি , অপরাধ মূলক যে সমস্ত ঘটনা বলি ঘটেছে সেগুলো কে প্রতিহত করতে আরও ডবল পুলিশ মোতায়েন করা থাকবে বলেও জানানো হয়েছে। সার্বিক ভাবে পুজোর দিন গুলো যাতে সবার আনন্দের সাথে কাটে সেদিকে নজর রাখতে সকলেত আহ্বান জানানো হয়েছে।