খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 11:33 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১১:৩৩ অপরাহ্ণ

All India Farmers Association : সাড়া ভারত কৃষক সভার পক্ষ থেকে রাবার উৎপাদক সমিতির মুখ্য সচিবের নিকট রাবার চাষিদের নানাবিধ স্বার্থ নিয়ে গনডেপুটেশান

All India Farmers Association
1 minute read

All India Farmers Association : ১০ই সেপ্টেম্বর বুধবার, সাড়া ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির মুখ্য সচিবের নিকট ২১ দফা দাবীর ভিত্তিতে এক গনডেপুটেশান প্রদান করা হয়। গণডেপুটেশনে সামিল হন কৃষক নেতা পবিত্র কর সহ রাবার শ্রমিকেরা। এদিন মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে একটি মিছিল করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে এক সভায় মিলিত হয়।

সভা থেকে ২১ দফা দাবী দাওয়া উত্থাপন করেন নেতৃত্বরা। যে দাবী দাওয়া নিয়ে এদিন তারা সরব মিছিলে নেমেছেন সেই গুলি নিম্নরূপ ঃ-
১। প্রথমত , রাবারকে কৃষিজ ফসল হিসাবে গণ্য করার দাবী জানানো হয়েছে।
২। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কৃষিপন্যের লাভজনক সহায়ক মূল্য ঘোষনা করার দাবী জানানো হয়েছে।
৩। নূন্যতম সহায়ক মুল্যে রাজ্য সরকার ও রাবার বোর্ডের মাধ্যমে রাবার ক্রয় করার ব্যবস্থা করতে দাবী জানানো হয়েছে।

৪। অবিলম্বে রাবারের ন্যূনতম সহায়ক মূল্য কেজি প্রতি ৩০০ টাকা ঘোষনা করতে হবে।
৫। ধোঁয়াঘর ও রুলিং মেসিন ক্রয়ের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারী চাষিদের কে রাবার বোর্ড ও রাজ্য সরকার এর পক্ষ থেকে ৫০% ভতুর্কি দিতে হবে।
৬। ষাট বছর বয়স উর্দ্ধ ক্ষুদ্র রাবার চাষিদের মাসিক ৫০০০/-টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে।
৭। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও নাশকতার ফলে ক্ষতিগ্রস্থ সকল কৃষককে দ্রুত ক্ষতিপুরনের ব্যবস্থা করা সহ আরও বেশ কিছু দাবী দাওয়া তুলে ধরা হয়েছে এদিনের ডেপুটেশানে।

এছাড়াও সমস্ত কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ঔষধ সরবরাহ করা, লেটেক্স সংগ্রহের কাজ সম্পন্ন হয়ে যাওয়া পুরনো রাবার গাছগুলি সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের ব্যবস্থা করা, রাজ্যে রাবার ভিত্তিক শিল্পস্থাপনে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিত্য নতুন উদ্যোগ গ্রহন করা, ততসঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধে সরকারের ব্যবস্থা গ্রহন ইত্যাদি দাবী গুলিও তুলে ধরা হয়েছে।
এদিনের সভায় রেকর্ড সংখ্যক রাবার শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

For All Latest Updates

ভিডিও