খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 9 September 2025 - 08:21 PM
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:২১ অপরাহ্ণ

Sadar Disctrict Congress Deputation : সদর জেলা কংগ্রেসের উদ্যোগে পুরো নিগমের কাছে ডেপুটেশান আঁটকে দিল পুলিশ

Sadar Disctrict Congress Deputation
1 minute read

Sadar Disctrict Congress Deputation : স্বৈরাচারী শাসন কায়েম করেছে বিজেপি। বিরোধী দের মুখে প্রায়শই এই বক্তব্য উঠে আসে। মানুষের বিভিন্ন দাবী দাওয়া এবং তাদের অসুবিধা নিয়ে শাসক শিবিরের সাথে কথা বলতে চাইলেও তারা মুখ ঘুড়িয়ে চলে যান। এমন ভাব দেখান যেন তারা সব জান্তা, তাদের চাইতে ভালো সরকার এর আগে কখনোই পরিচালিত হয় নি ত্রিপুরার বুকে।

আগরতলা পুরো নিগম এর বিরুদ্ধে ইদানিং কালে একের পর কে অভিযোগ এর পাহাড়। এই অবস্থায় তারা কি তবে মুখ লুকিয়ে বাচতে চাইছেন ? তাহলে কেন বিরোধী শিবির যখন তাদের কাছে প্রশ্ন তুলে ধরতে চাইছেন তখন তারা পুলিশ কে লেলিয়ে দিয়ে বিরোধী দের আঁটকে দিচ্ছেন ? এই প্রশ্ন গুলোই তুলছেন বিরোধীরা।

মঙ্গলবার আগরতলা পুরনিগম এলাকায় বসবাসকারী সর্বসাধারণের স্বার্থসংশ্লিষ্ট অতি জরুরী সমস্যাদি নিরশনে দাবী নিয়ে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পৌর নিগমে এক ডেপুটেশন প্রদান করার কথা ছিল। ৬ তারিখই এই ডেপুটেশান দেবার কথা ছিল। কিন্তু তাদেরকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি ।

অতঃপর নিরুপায় হয়ে আজ ৯ই সেপ্টেম্বর যথারীতি তারা মিছিল করে আসলে তাদেরকে পুলিশ আটকে দেয় এবং ডেপুটেশন প্রদান করতে দেয়া হয়নি। এ ব্যাপারে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে পৌর নিগম ঘেরাও করার ঘোষণা দেয়।

তাদের যে দাবিগুলি আজ ডেপুটেশন আকারে প্রদান করার কথা ছিল সেই দাবিগুলি হল, অবিলম্বে আগরতলার জল নিষ্কাশনি ব্যবস্থার উন্নতি, ড্রেন সহ যত্রতত্র জমে থাকা সমস্ত আবর্জনা নিয়মিত সাফাই শারদ উৎসবের পূর্বে সম্পূর্ণ করতে হবে। আগরতলা শহরে জন্ডিস সহ পেটের রোগ জনিত সমস্যা বৃদ্ধির সমাধানে পরিশোধীয় পানীয় জল সর্বত্র সরবরাহ নিশ্চিত করতে কার্যকারী উদ্যোগ নেওয়া সহ একাধিক দাবী। কিন্তু এতো জরুরী দাবী দাওয়া নিয়ে গিয়েও শেষ মুহূর্ত অব্দি তাদের কে ফিরিয়ে দেওয়া হল।

এই নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন তারা। পুরো এলাকায় অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও রাস্তা কাটিং এর ফলে মানুষ নানাভাবে ভোগান্তিতে পড়ছেন। এদিকে জয়নগর সহ শহরের বিভিন্ন এলাকায় জলবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এই সব দিকে নজর নেই আগরতলা পুরো নিগমের। রাজ্য বিজেপি দফায় দফায় মানুষ কে হয়রানি তে ফেলছেন। এর ফল ভোট বাক্সে প্রভাব ফেলবে বলেই অনুমেয়।

For All Latest Updates

ভিডিও