খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 9 September 2025 - 09:18 PM
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:১৮ অপরাহ্ণ

CM Dr Manik Saha : কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

CM Dr Manik Saha
1 minute read

CM Dr Manik Saha : মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড) মানিক সাহার হাত ধরে সোমবার আগরতলা স্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হল। এই কর্মসূচী তে মুখ্যমন্ত্রী পাশপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইএএস তাপস রায়, আইএএস রাভেল হেমেন্দ্র কুমার ।

এদিনের অনুষ্ঠানে এক যোগে মোট ১৪ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে জিরানিয়া , মোহনপুর এই দুই মহকুমায় নির্মিত ৯ টি অঙ্গনওয়ারী কেন্দ্র, নরসিঙ্গর , অভয়নগরে নির্মিত চাইল্ড কেয়ার ইন্সটিটিউট , চাইল্ড পার্ক । এছাড়া অভয়নগরে ওয়ার্কিং ওমেন হোস্টেল এর ভিত্তি প্রস্তর স্থাপন সহ মোট ৫ টি নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। যাতে প্রায় ৬১ কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ৫০ কক্ষ বিশিষ্ট বয়েজ হোস্টেল এবং আরও একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে।

এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে টিংকু রায় রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে উনি রাজ্যে উক্ত দপ্তর কি ধরণের ক যা করছে তা নিয়ে আরও একবার অবহিত করেছেন। অঙ্গনওয়ারী সেন্টার গুলি কিভাবে কাজ করছে এবং তাতে আশা কর্মীরা কিভাবে কাজ করছে সেই নিয়ে ও আলোচনা করেন উনি। গোটা রাজ্যে এই মুহূর্তে ১০২৭৫ টি অঙ্গনওয়ারী কেন্দ্র চালু রয়েছে যেখানে সরকারি পরিষেবা প্রদান করা হচ্ছে, বললেন শ্রী রায়।

এছাড়া এদিন বিস্তৃত আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী যে ৫টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেছেন সেগুলির সুযোগ সুবিধা তুলে ধরেন। ১০০ শয্যা বিশিষ্ট যে মহিলাদের জন্যে হোস্টেল নির্মিত হবে তাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করণ করা এবং মহিলারা যাতে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে সে জন্যে তাদের কে সুবিধা পাইয়ে দেবার উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে , বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া যে বয়েজ হোস্টেল টি নির্মিত হচ্ছে সেখানে থাকছে জিম সেন্টার, থাকছে খেলার জন্যে আলাদা প্লে গ্রাউন্ড ইত্যাদি। সার্বিক ভাবে রাজ্য বাসীর সার্বিক কল্যানের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার, এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর ।

For All Latest Updates

ভিডিও