7th Birthday Anil Sarkar : সমাজ সংস্কারক ও প্রাক্তন মন্ত্রী প্রয়াত অনিল সরকারের ৮৭তম জন্মজয়ন্তী আজ শ্রদ্ধার সাথে পালিত হলো। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এই বিশেষ কর্মসূচী অনুষ্ঠিত হয় আগরতলা সিটি সেন্টারের সামনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে স্মরণ করেন সকলে। এদিনের স্মরণসভায় বক্তৃতা রাখতে গিয়ে রতন ভৌমিক বলেন, “অনিলবাবু ছিলেন সত্যিকারের সমাজসেবী। তিনি সারাজীবন দলিত শ্রেণির উন্নয়ন ও সংগঠনের জন্য কাজ করেছেন। তাঁর স্বপ্ন আজও অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে, কিন্তু তাঁর সংগ্রাম আমাদের অনুপ্রেরণা।”
অনিল সরকার শুধু রাজনীতিবিদ নন, বরং ছিলেন এক জন সমাজসংস্কারক, কবি ও শিক্ষাবিদও। দলিত ও তপশিলি সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং একটি সংগঠন গড়ে তুলেছিলেন। সমাজের প্রান্তিক মানুষের 1অধিকার আদায়ে তাঁর নিরলস সংগ্রাম আজও অনেকের কাছে পথপ্রদর্শক।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের উচিত অনিল সরকারের আদর্শকে ধরে রাখা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সমতার দাবি তুলে ধরা। তাঁর জন্মদিনকে শুধু স্মরণসভা নয়, বরং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার দিন হিসেবেও পালন করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এই স্মরণসভা শেষ হয় নীরবতা পালনের মধ্য দিয়ে, যেখানে উপস্থিত সকলে প্রয়াত অনিল সরকারের আত্মার শান্তি কামনা করেন।
এইভাবে অনিল সরকারের জন্মজয়ন্তী শুধু শ্রদ্ধা জানানোর নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়ার একটি দিন হয়ে উঠল।