Melaghar CPIM Relly News : যে কোনো রাজনৈতিক কর্মসূচীর জন্যে পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া একান্ত বাধ্যতামূলক। সেই মোতাবেক প্রতিটি রাজনৈতিক দল আগে থেকেই স্থানীয় প্রশাসনের থেকে অনুমতি চেয়ে থাকেন। এই নিয়ম যে বামেরা জানেন না এমন টা মোটেও নয়। আর তাই তারা নিয়ম অনুযায়ী অনুমতি চাইতে ও যান। কিন্তু অনুমতির পরিবর্তে তাদের মিলেছে পুলিশ বাবুদের কাছ থেকে চরম দুর্ব্যবহার।
ঘটনার বিবরণে প্রকাশ, সোনামুড়া মহকুমাধীন মেলাঘরে বামেদের একটি রাজনৈতিক কর্মসূচী ছিল সোমবার। মেলাঘর বাজারে সিপিআইএম জনস্বার্থ সম্বলিত বেশ কিছু দাবী দাওয়া নিয়ে মিছিল সংগঠিত করতে চায়। কিন্তু অভিযোগ তাদের কে মিছিল করার অনুমতি দেয়নি প্রশাসন। তাই বাধ্য হয়ে তারা শেষ মুহূর্তে বিনা অনুমতি তেই মিছিল আরম্ভ করে দেন ।
মিছিলে উপস্থিত ছিলেন মেলাঘর , সোনামুড়ার অগণিত বাম নেতারা। মিছিলটি মেলাঘর লালমিয়া চৌমহনী থেকে শুরু হয়ে মেলাঘর বাজার পরিক্রমা করেনেতাজি চৌমুহনী যাওয়ার পর, সেখান থেকে আবার ফিরে আসার সময় পুলিশ বাঁধা দেয় এবং অনুমতি পত্র চায়। তখন তারা বলেন তাদের কাছে অনুমতি পত্র নেই এবং তাদের কে পুলিশ নিজেরাই অনুমতি দেননি। এই নিয়ে দুপক্ষের মধ্যে মুহূর্তেই বেঁধে যায় বিবাদ।
মেলাঘর থানার এস আই সুবীর সাহার সাথে শুরু হয়ে যায় আন্দোলনকারীদের ধস্তা ধস্তি। যদিও সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে পরিস্থিতি সেখানেই শান্ত হয়। কিন্তু মেলাঘর থানার পুলিশ বাবুদের মন্তব্যে চরম বিতর্ক শুরু হয়েছে। পুলিশের মন্তব্য পারমিশান ছাড়া মিছিল করতে যাওয়ায় পুলিশ তাদের কে রুখে দেন এবং প্রশ্ন করতেই তাদের দিকে নাকি ক্ষেপে যান আন্দোলন কারীরা। পুলিশের উপর নাকি আক্রমণ ও করা হয়েছে। এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
অন্যদিকে বামেরা এই অভিযোগ খণ্ডন করে জানিয়েছেন তারা সুষ্ঠু ভাবে তাদের কর্মসূচী পালন করছিলো। যদিও তারা অনুমতি পায়নি। তবে তারা অবশ্যই অনুমতি চেয়েছিল , যা পুলিশ তাদের কে দেয়নি। এই নিয়ে তারা প্রতিবাদ করেছেন মাত্র। দুপক্ষের এই লড়াইয়ের জেরে আঁখেরে আন্দোলন রত একাধিক জনের বিরুদ্ধে থানা বাবুরা মামলা নেবেন বলে জানিয়েছেন।