SUCI Agartala News : বিহারে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর তথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রয়োগ করেছে। যার ফলে বিহারে প্রায় ৭ কোটি ৭৩ লক্ষ ভোটার এর মধ্যে থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ক্রমান্বয়ে আগামী দিনে গোটা দেশ ব্যাপি এই এসআইআর চালু করা হবে বলে জানানো হচ্ছে।
এই নিয়ে গোটা দেশে বিরোধী শিবির গুলো আন্দোলনে নেমে পড়েছেন। এসআইআর কে গনতন্ত্রের হত্যা করা এবং সংবিধান বিরোধী আখ্যা দিয়ে দিকে দিকে বিক্ষোভে ফেটে পড়ছেন ভারতের একটা বিশাল অংশ। ত্রিপুরা তেও বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের শাঁখা সংগঠন গুলি আন্দোলনে নেমেছে। একই ভাবে রবিবার সকালে ত্রিপুরার SUCI এর পক্ষ থেকে এই এসআইআর এর বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজধানীর বটতলা এলাকায়।
এই নিয়ে তীব্র ক্ষোভ উজাড় করে দিয়ে এসইউসিআই নেতৃত্বরা কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করেছেন এদিন। নির্বাচন কমিশন বিনা এক্তিয়ারে কিভাবে তা করতে পারে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এছাড়া, ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন যে সমস্ত তথ্য চেয়েছে তা সবার কাছে নেই । বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি বহু কাগজ পত্র দাবী করেছে যা সবার কাছে নেই। খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর বহু মানুষের কাছে নেই এসব কাগজ। তাহলে তারা কিভাবে তা প্রদান করবেন ? এটা সম্পূর্ণ ভাবে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত।
নির্বাচন কমিশনের এই শর্ত পূর্তি না হলে ভোটার তালিকা থেকে নাম বাদ পরবে । অতঃপর ভোটাধিকার না থাকলে তাদের নাগরিকত্ব ও বাতিল বলে ঘোষিত হবে। এভাবে বহু ন্যায্য ভারতীয় তাদের নাগরিকত্বের পরিচয় হারাবেন। এ এক বিশাল বড় সঙ্কটের ইঙ্গিত।
এই নিয়ে দিকে দিকে সকলে আওয়াজ তুলতে শুরু করছেন। আগামী দিনে গোটা দেশ ব্যাপি এই এসআইআর চালু করার কথা বলা হচ্ছে। যা সম্পূর্ণ ভাবে গণতন্ত্র বিরোধী এবং মানুষ এর স্বার্থ বিরোধী। এই এসআইআর অতিসত্বর বাতিল করতে হবে বলে দাবী জানিয়েছেন এসইউসিআই।