Kailasahar Robbery News : কৈলাশহরে ফের এক যুবক রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া ঘটনাটি ঘিরে এখন আলোচনায় রয়েছে সমগ্র ঊনকোটি জেলা।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম মো. বিলাল আহমেদ। তিনি শনিবার রাতে এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী, ফায়ার সার্ভিস অফিসের সামনে তাঁকে আটকায় স্থানীয় কাঠ ব্যবসায়ী মকদ্দুস আলী। টাকার দাবি মেনে না নেওয়ায় অভিযুক্ত হঠাৎই লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিলাল। এরপর তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় হামলাকারী।
আশপাশের মানুষ ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বিলালের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং তাঁর অবস্থা এখনও সংকটজনক।
আহতের ভাই মুক্তার আহমেদ দাবি করেছেন, এটি শুধুমাত্র ছিনতাই নয়—বরং পরিকল্পিত হামলা। তাঁর কথায়, “মকদ্দুস আলী আগে থেকেই আমার ভাইয়ের ওপর নজর রেখেছিল। সুযোগ পেয়েই এমন আক্রমণ চালিয়েছে।” এ ঘটনায় তিনি কৈলাশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, পুলিশ জানায় যে ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে কৈলাশহরে ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে চলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নিরাপত্তাহীনতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের দাবি, রাত্রিকালীন টহল ও নজরদারি আরও জোরদার করা হোক।
বর্তমানে গুরুতর আহত বিলাল চিকিৎসাধীন থাকলেও তাঁর পরিবারের সদস্যরা শঙ্কায় দিন কাটাচ্ছেন। তাঁদের একমাত্র চাওয়া—দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
এই ঘটনায় কৈলাশহরের সাধারণ মানুষ প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।