খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 07:05 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৭:০৫ অপরাহ্ণ

Ganesh puja Melarmath News : হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাষ্ট্রবাদী নেতাদের দাদাগিরি

Ganesh puja Melarmath News
1 minute read

Ganesh puja Melarmath News : শহরজুড়ে আবারও উঠে এলো শব্দ দূষণের প্রসঙ্গ। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ— উঁচু স্বরে ডিজে বক্স বাজানো যাবে না। তবুও সেই নির্দেশ যেন বারবার উপেক্ষিত হচ্ছে। শুক্রবার মেলার মাঠে ‘ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের’ গনেশ প্রতিমা ভাসান ঘিরেই তৈরি হলো চরম উত্তেজনা। আর সেই উত্তেজনার কেন্দ্রে ছিলেন রাষ্ট্রবাদী দলের কয়েকজন তিলকধারী নেতা।

প্রশাসনের তরফে বারবার মাইকযোগে জানানো হয়েছিল, হাইকোর্টের নিয়ম মানা বাধ্যতামূলক। তবুও ভাসান মিছিলে গর্জে উঠল ডিজে বক্স। শব্দে অতিষ্ট সাধারণ মানুষ যখন সমস্যার মুখে, তখন পুলিশ এগিয়ে গিয়ে থামানোর চেষ্টা করে। সেখানেই শুরু হলো ধস্তাধস্তি। উপস্থিত নেতারা পুলিশের প্রতি চড়া সুরে হুঁশিয়ারি ছুড়ে দিলেন। তাঁদের অভিযোগ, ভাসানের আনন্দে প্রশাসনের অযথা হস্তক্ষেপ। অন্যদিকে পুলিশের বক্তব্য, আইন সবার জন্য সমান।

ঘটনার সূত্রপাত মাত্র কয়েক মিনিটে হলেও পরিবেশ গরম হয়ে ওঠে দ্রুত। মাঠজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত নেতাদের সামাল দিতে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জিকে ঘটনাস্থলে ছুটে আসতে হয়। তাঁর উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বটে, কিন্তু থেকে যায় প্রশ্ন— আদালতের নির্দেশ কি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ?

শব্দ দূষণ আজ শহরের অন্যতম বড় সমস্যা। চিকিৎসকেরা সতর্ক করে দিয়েছেন, অতিরিক্ত শব্দে কেবল সাধারণ অসুবিধাই নয়, মারাত্মক শ্রবণ শক্তি ক্ষতির ঝুঁকি থাকে। পড়াশোনা, অফিসের কাজ, কিংবা হাসপাতালের রোগী— সবার উপরেই এর বিরূপ প্রভাব পড়ে। অথচ উৎসবের নাম করে সেই বাস্তবতাকে যেন একাংশ উপেক্ষা করতেই বেশি স্বচ্ছন্দ।

শুক্রবারের এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। গনেশ ভাসানের আনন্দ মুহূর্তেই রূপ নিল আইন অমান্য ও দাদাগিরির প্রদর্শনীতে। সাধারণ মানুষ যেখানে চান সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ, সেখানে রাজনৈতিক ক্ষমতা দেখানোর প্রবণতা নিয়ে ক্ষোভও বাড়ছে। দুর্গাপুজোর ভাসান সামনে। যদি এখনই প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে আরও বড় সমস্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

আইন শুধুমাত্র কাগজে লেখা থাকলেই চলবে না— সেটা বাস্তবেও মানতে হবে। আর সেই দায়িত্ব শুধু প্রশাসনের নয়, রাজনৈতিক দলগুলোরও সমানভাবে। কারণ উৎসব আনন্দের জন্য, আতঙ্ক বা অশান্তির জন্য নয়।

For All Latest Updates

ভিডিও