খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 12:21 PM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ১২:২১ অপরাহ্ণ

Agartala Municipal Corporation : ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি, মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হতভম্ব ব্যবসায়ী মহল

Agartala Municipal Corporation
1 minute read

Agartala Municipal Corporation : মেয়র সাহেব , আপনি কি আদৌ গরীবের কথা ভাবেন ? আপনি তো গরীবের পেটে লাথি মারছেন। আপনি বলছেন, গরীবের ভাত যুগিয়ে দেওয়ার দায় আপনার নয়। কিন্তু আপনি ভুলে গেছেন, কাদের ভোটের কারণে আজ আপনি মেয়র হয়েছেন ?

না, কথাগুলো আমরা বলছি না। কথাগুলো বলছে আগরতলা শহরের সেই সব খেটে খাওয়া গরীব মানুষ গুলো যাদের পেটে লাথি মারছে আগরতলা পুরো নিগম এবং যাদের রুজি রুটি তে বুল ডোজার চালাচ্ছেন মেয়র সাহেব।

শহর তলী তে যানজট সমস্যা নিরসনের নামে দিকে দিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবার সেই শাড়ী তে লিপিবদ্ধও হল অফিস লেইন স্থিত ক্ষুদ্র ব্যবসায়ীদের নাম। আগাম নোটিশ দেওয়া হয়েছিল তাদের। সময় মতো দোকান সরিয়ে না নেওয়াতে আচমকা বুল ডোজার চালিয়ে আজ শুক্রবার তাদের দোকান পাঠ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল।

পুজোর মরশুমে রুজি রুটি হাড়িয়ে একেবারে পথে বসিয়ে দেওয়া হল এই গরীব মানুষ গুলোকে। মেয়র সাহেব এর কাছে বহু বার আবেদন করা হয় আমাদের পুজো অব্দি থাকতে দিন। আমরা কিভাবে বাচব ? মেয়র সাহেব নাকি জবাব দিয়েছেন, তোমাদের পেটে ভাত দেওয়ার দায় আমার নয়।

মেয়রের মুখ থেকে এমন বচন শুনে কিছুক্ষনের জন্যে বাক রুদ্ধ হয়ে গেলেন সকলে। এ উনি কি বললেন ? উনি না একজন জনপ্রতিনিধি ? উনি না জনতার জন্যে কাজ করতে প্রতিজ্ঞা বদ্ধ ? তাহলে আজ উনার এলাকার জনগণ যখন বিপদে তখন উনি কিভাবে এমন বলতে পারলেন ? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে।

উনার মতো একজন জনপ্রতিনিধি এবং পুরো এলাকার কর্তার মুখে এধরণের কথা শুনে রীতিমতো হতাশায় ভেঙ্গে পড়েছেন তারা। অতঃপর নিজেদের ক্ষোভ সংবাদ মাধ্যমের ক্যামেরায় উজাড় করে দিয়ে তারা বলেন, গরীবের কথা ভাবে না এই সরকার। মেয়র সাহেব ও ভাবেন নি। উনাকে কতবার করে অনুরোধ করা হল, পুজো অব্দি অন্তত তাদের কে ব্যবসা করতে দেবার জন্যে কিন্তু তিনি শুনলেন না।

উনি বলছেন মানুষের পেটে ভাত দেওয়ার দায়িত্ব উনার নয়। উনি কি ভুলে গেছেন কাদের জন্যে আজ উনি মেয়র হয়েছেন ? জনগণ উনাকে ভোট না দিলে উনি কি জয়লাভ করতে পারতেন বিধায়ক হিসাবে ? উনাকে কি মেয়র এর পদমর্যাদা দেওয়া হতো ? তাহলে আজ কেন উনার কাছেই উপেক্ষিত জনগণ ? সেটাই প্রশ্ন এখন আগরতলার সর্ব মহলে।

For All Latest Updates

ভিডিও