Udaipur Women News : উদয়পুর খিলপাড় ভাঙ্গারপাড় এলাকায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, এলাকার কিছু দুষ্কৃতী মহিলা মিলে এক গৃহবধূর মুখে চুনকালি মাখিয়ে তাঁকে অপমানিত করার চেষ্টা করে। এমনকি তাঁর মাথার চুল ন্যাড়া করার প্রচেষ্টাও চালানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র এলাকা, নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সক্রিয় হয়ে ওঠে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের মহিলা মোর্চা। সংগঠনের মণ্ডল সভানেত্রী ভ্রমর সোমের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতিতা মহিলার বাড়িতে পৌঁছন। সেখানে তাঁরা ভুক্তভোগী ও তাঁর স্বামী স্বপন দাসের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
মিডিয়ার সামনে বক্তব্য রাখতে গিয়ে ভ্রমর সোম অভিযোগ করেন, “বাম ঘরানার কিছু দুষ্কৃতী মহিলা ইচ্ছাকৃতভাবে এই নিন্দনীয় কাজ করেছে। এর মাধ্যমে তারা শাসক দলকে কালিমালিপ্ত করতে চাইছে।” একই অভিযোগ নির্যাতিতা মহিলা এবং তাঁর স্বামী স্বপন দাসের মুখেও উঠে এসেছে।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্যাতিতার স্বামী স্বপন দাস স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হামেদা খাতুন-সহ তিনজন মহিলার নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআরের ভিত্তিতে ইতিমধ্যেই দুই অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে।
পরবর্তীতে মহিলা মোর্চার প্রতিনিধি দল থানা গিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ নিভা সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের দাবি, অবিলম্বে সব অভিযুক্তকে গ্রেপ্তার করে কড়া শাস্তি নিশ্চিত করতে হবে।
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্থানীয় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে মহিলাদের বিরুদ্ধে মহিলাদেরই এ ধরনের নৃশংসতা আজও সমাজে কতটা গভীর সমস্যার ইঙ্গিত দেয়, তা নিয়ে উঠেছে নতুন প্রশ্ন।