খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 12:20 PM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ১২:২০ অপরাহ্ণ

Agartala Banamalipur News : বনমালীপুরে চোরের দাপট, তালা ভেঙে লুট ২০ লক্ষ টাকার সম্পদ

Agartala Banamalipur News
1 minute read

Agartala Banamalipur News : আগরতলা শহরের প্রাণকেন্দ্র বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে একটি বাড়িতে ঢুকে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দিরা দেববর্মা ও তার মা শুক্লা দেববর্মা শনিবার রাতে শহরের বাইরে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগেই চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে আলমারির ভেতরে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নেয়। শুধু তাই নয়, চোরেরা ঠাকুর ঘরের তালা ভেঙে সেখানকার লকার থেকেও নগদ অর্থ উধাও করে। রবিবার সকালে বাড়িতে ফিরে আসার পরই বিষয়টি নজরে আসে। চুরি ধরা পড়তেই বাড়ির মালিকেরা চিৎকার শুরু করলে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সূত্রে জানা গেছে, এলাকায় থাকা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চোরের দলকে সনাক্ত করার জন্য। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের মাঝখানে এভাবে বারবার চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে ইন্দিরা দেববর্মা পুলিশের কাছে দাবি জানিয়েছেন—সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরেদের দ্রুত গ্রেফতার করে চুরি যাওয়া গয়না ও অর্থ ফেরত দিতে হবে।

এলাকার মানুষদের মতে, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় লাগাতার এমন ঘটনা প্রশাসনের তৎপরতা ও নজরদারির অভাবকে স্পষ্ট করছে। পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে, খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

For All Latest Updates

ভিডিও