খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:39 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৩৯ অপরাহ্ণ

Congress Udaipur Relly : ভোট চোর গদি ছোড় , বিজেপি কে চোর আখ্যা দিয়ে গদি ছাড়ার ডাক কংগ্রেসের

Congress Udaipur Relly
1 minute read

Congress Udaipur Relly : ভোট বাক্সে চুরি হবার প্রসঙ্গে উত্তাল দেশীয় রাজনীতি। বিগত ১১ বছরে টানা ৩ বার বিজেপির বিজয় বিরোধী দের মনে আগেই ভোট চুরি নিয়ে সন্দেহ জাগিয়ে তুলেছিল। তবে তার স্বপক্ষে কোনো প্রমাণ ছিল না সরাসরি। কিন্তু নির্বাচন কমিশনের আনুকূল্যে এবার সেটাও সামনে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। এসআইআর এর কারণে বিহারে এক যোগে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা চ্যুত হতেই নড়েচড়ে বসেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জোর তদন্ত চালিয়ে সম্প্রতি এমন কিছু তথ্য তিনি প্রকাশ্যে এনেছেন যা দেখার পর থেকেই প্রত্যেক ভারত বাসীর হৃদয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতের নির্বাচন কমিশনে বিজেপির বাছাই করা আধিকারিকদের বসিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কে প্রহসনে পরিণত করার জোর প্রয়াস চালাচ্ছে বিজেপি শিবির। এমনটা বার বার অভিযোগ করেছেন বিরোধী কংগ্রেস। কিভাবে তা করা হচ্ছে সেটাই ছিল প্রশ্ন । ২০২৪ এর লোকসভা নির্বাচনের পূর্বে ও ভোট চুরি রুখতে ইভিএম প্রক্রিয়া বাতিল সহ একাধিক দাবী দাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধী শিবির। কিন্তু তাতেও কাজ হয়নি।

অবশেষে যখন এসআইআর এর মধ্যে দিয়ে লক্ষ লক্ষ ভোটার এর নাম বাদ পরে যায় তখনই তদন্ত চালিয়ে এর পেছনের লুকোচুরি প্রকাশ্যে আনায় সচেষ্ট হন বিরোধী দলনেতা। কর্ণাটকের একটি ভোটার তালিকা প্রকাশ করে তিনি দেখিয়ে ছেন , তালিকায় এমন কিছু নাম রয়েছে যাদের তথ্যাদি অসম্পূর্ণ। নেই ঠিকানা, নেই পিতৃ পরিচয়। একই ছবি দিয়ে একাধিক ভোটারের নাম। সব মিলিয়ে লক্ষাধিক ভোটার এর পরিচয় জ্বাল। আর এরাই দিনের পর দিন ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহন করে যাচ্ছে। আর এই জ্বাল ভোটের দৌলতেই ক্ষমতায় আসছে বিজেপি। লোকসভা তেও কর্ণাটকে বিজেপির ফলাফল এই ভুয়া ভোটার দের দান। এই তথ্য প্রকাশ করার পরপরই নির্বাচন কমিশন ও বিজেপি শিবিরের কারচুপি প্রকাশ্যে চলে আসে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে বিজেপি সরকার কে “ভোট চোর” বলে আখ্যা দিয়ে গোটা দেশ ব্যাপি আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যের জেলা মহকুমা ও রাজ্য স্তরে আন্দোলন হচ্ছে। আজ ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই সুবিশাল মিছিল এর আয়োজন করা হয়। আর তাতে আবাল বৃদ্ধ বনিতা যুবক সকলেই এক যোগে শ্লোগান তোলেন, “ ভোট চোর , গদি ছোড় “।

মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীল কোমল সাহা সহ সকল কংগ্রেসিরা। মিছিল শেষে এক সভার আয়োজন করা হয়। তাতে মুখ্য বক্তা হিসেবে বিধায়ক সুদীপ রায় বর্মণ বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকার কে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে গদি ছাড়ার বার্তা দেন।

For All Latest Updates

ভিডিও