Bamutia Nayan Sarkar : বামুটিয়া বাসীর অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার পাত্র বিধায়ক নয়ন সরকার। ২০২৩ সালে জনতার রায়ে এই কেন্দ্রের জনগণের সেবার দায়িত্ব পান তিনি। অতঃপর জনতার রায় কে শিরোধার্য করে নিজের দায়িত্ব কর্তব্যে অনায়াসে পালন করে চলেছেন তিনি। বাম দল ক্ষমতায় না থাকলেও বাম দলীয় বিধায়কের একের পর এক কীর্তি বিগত দু বছরে বেশ নজর কেড়েছে সকলের।
রাজ্যে যখন উঠতি বয়সের যুবক যুবতী রা নেশার করাল্গ্রাসে আঁশটে পিষ্টে জড়িয়ে পড়ছে তখন তাদের কে নেশার হাত ছেড়ে খেলার সামগ্রী হাতে তুলে নিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন বাম বিধায়ক নয়ন সরকার।
বামুটিয়া বিধানসভা কে নেশা মুক্ত রাখতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিধায়ক নয়ন সরকার। কিছুদিন পূর্বে ও যুব সমাজ কে নেশার হাত ছেড়ে খেলা ধুলায় মনযোগী হবার বার্তা দিতে উনি মাঠে নেমে যুবকদের খেলা ধুলার প্রতি উৎসাহ বাড়াতে খেলার সামগ্রী তুলে দিয়েছিলেন।
এবার একই ভাবে কর্মসূচী হাতে নিয়েছেন তিনি। মঙ্গলবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন এক শিবিরের যুবকদের নিয়ে এলাকার এক খেলার মাঠে তাদের হাতে খেলার সামগ্রী তুলে দেন বিধায়ক নয়ন সরকার।
তাদের হাতে এদিন ক্রিকেট, ফুটবল ও ভলিভল এর বেশ কিছু ক্রীড়া সামগ্রী তুলে দেন বিধায়ক নয়ন সরকার। পাশাপাশি এদিন যুবকদের কে উৎসাহিত করতে তাদের সাথে ক্রিকেট খেলায় অংশ গ্রহন করতে ও দেখা যায় বিধায়ক কে। উনার এই প্রয়াসে অত্যন্ত খুশি হয়েছেন যুবকেরা।