খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:40 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪০ অপরাহ্ণ

Tripura Pujo Bonus : রাজ্যের বেসরকারি কর্মীরা পাবে ৮.৩৩% হারে পুজো বোনাস

Tripura Pujo Bonus
1 minute read

Tripura Pujo Bonus : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের জন্য বোনাস প্রদানের নির্দেশ দিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। শনিবার ভগৎ সিং যুব আবাসে শ্রম দপ্তরের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে উপস্থিত থেকে মন্ত্রী জানান, চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট মালিকপক্ষকে ৮.৩৩ শতাংশ হারে পূজোর বোনাস প্রদান করতে হবে।

এই বৈঠকে শ্রমিক সংগঠন ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রমমন্ত্রীর বক্তব্য, উৎসবের মরশুমে শ্রমিকদের আর্থিক সুরাহা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তাই সকল মালিকপক্ষের প্রতি তিনি আবেদন জানান, নির্ধারিত সময়ে বোনাস প্রদানের ব্যবস্থা করতে।

মন্ত্রী আরও জানান, পূজোর আগে যাতে শ্রমিকরা বোনাস পান তা পর্যবেক্ষণে দপ্তর সতর্ক নজর রাখবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “শ্রমিকদের প্রাপ্য সুবিধা দিতে মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করা হবে।”

শ্রমিক প্রতিনিধিরা এদিন তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথাও মন্ত্রীকে জানান। মন্ত্রী আশ্বাস দেন, ধাপে ধাপে সব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আগামী ২৭ আগস্ট ফের একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বোনাস সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখা হবে। পূজোর আগে বোনাস প্রদানের এই নির্দেশে শ্রমিক মহলে স্বস্তি দেখা দিয়েছে।

For All Latest Updates

ভিডিও