Boxanagar Molestation News : ত্রিপুরার বক্সনগর আর.ডি. ব্লকের কলমচৌড়া থানার অন্তর্গত ভেলোয়ারচর এলাকায় এক বিবাহিত যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা ঘটে গত ৭ আগস্ট রাত প্রায় ৯টার সময়। অভিযোগ অনুযায়ী, ফুলন সরকার পাশের বাড়িতে পদ্মপুরাণ অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় বাবুল দাসের বাড়ির পাশের ইটের কুয়ারির কাছে পৌঁছালে, একই গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস (পিতা- সিরেন্দ্র দাস) হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
ফুলন সরকার বারবার অনুরোধ করলেও অভিযুক্ত যুবক থামেনি। আত্মরক্ষার জন্য ফুলন বিশ্বজিৎকে কামড় দিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যান। পরে ঘটনাটি জানাতে বিশ্বজিতের বাড়িতে গেলে, সে লাঠি হাতে নিয়ে মা-বাবা ও স্ত্রীর সামনে প্রকাশ্যে ফুলন সরকারকে মারধর করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। ফুলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এবং পায়ে দুটি সেলাই পড়েছে।
ঘটনার পর কলমচৌড়া থানায় বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় এলাকায় প্রশ্ন উঠছে—রাতের অন্ধকারে ত্রিপুরার মহিলারা আদৌ কতটা সুরক্ষিত?
এলাকার বাসিন্দারা এখন তাকিয়ে আছে, পুলিশ কবে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করে।