খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:41 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪১ অপরাহ্ণ

Gomati Riverbank Erosion : দীর্ঘ আন্দোলনের জেরে গোমতী নদীর ভাঙ্গন রোধে প্রশাসনিক উদ্যোগ

Gomati Riverbank Erosion
1 minute read

Gomati Riverbank Erosion : নিরন্তর খবরের জেরে টনক নড়েছে মহকুমা প্রশাসনের। ২০২৪ সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যায় সোনামুড়া বড়নারায়ণ এলাকার একমাত্র সড়কটি।

দীর্ঘ বহু দিন আগে থেকেই এই রাস্তাটির জরাজীর্ণ দশা। বিগত কয়েক বছরে বহু নেতা মন্ত্রী এই রাস্তা টি পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। এর পর বিগত বছরের বন্যার প্লাবনে এই রাস্তাটি আরও বেহাল দশায় পরিণত হয়। যার ফলে দুপারে মানুষের যাতায়াত বিপর্যস্ত হয়ে পরে।

এই নিয়ে নিরন্তর খবরাখবর ও প্রকাশিত হয়। অতঃপর খবরের জেরে এবার রাস্তা সংস্কার ও নদীর তীরবর্তী এলাকা তলিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থ বরাদ্দের ঘোষণা করলো প্রশাসন।

বোল্ডার না দেওয়ার ফলেই মূলত দুই বছরে তলিয়ে গেছে গোমতীর পাড়ে থাকা চার পাঁচটি বাড়ি ঘর । সঠিক সময়ে মানুষের দুঃখ বুঝেনা রাজ্য সরকার, এমনটাও অভিযোগ করতে শুরু করেছিলেন মানুষ। যেমনটা হয়েছে লড়ি চালক মিহিরের সাথে ।
কিন্তু অবশেষে নদী ভাঙ্গন রোধে টেন্ডার জারি করলো জলসম্পদ বিভাগ। প্রায় ১ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার ৭৮৫ টাকা মূল্যের টেন্ডার জারির পর জনগণ আশার আলো দেখতে শুরু করেছেন। কিন্তু এখানেও থেকে যাচ্ছে সংশয়।

টেন্ডার আর বাস্তবে রূপ নেবে কিনা এই নিয়ে নানা প্রশ্ন তেরি হয়েছে জনগণের মনে। টেন্ডার জারির পর এক ঠিকাদার টেন্ডার পেলেও, শাসক দলের গোষ্ঠীকোন্দলের ফলে এখনো কাজের ওয়ার্কার হাতে পায়নি সেই ঠিকেদার এমনটাই খবর।
জনগণ চায় টিকাদারদের গুষ্টি বাজিতে যাতে টেন্ডার হওয়া কাজ আটকে না থেকে শীঘ্রই কাজ হয় । এখন দেখার বিষয় কবে নাগাদ কাজে হাত লাগায় দপ্তর।

For All Latest Updates

ভিডিও