খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:42 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪২ অপরাহ্ণ

Bishramganj Bus Incident : তরুণী শ্লীলতাহানির ঘটনায় নয়া মোড়, গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি

Bishramganj Bus Incident
1 minute read

Bishramganj Bus Incident : এক জনজাতি তরুণী কে চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা করার ঘটনায় রাতারাতি শোরগোল পরে যায় বিশ্রামগঞ্জ বাজার সহ গোটা রাজ্যে। বাস গাড়ি ভাংচুর, যাত্রী দের উপর অতর্কিত হামলা ইত্যাদি ঘটনার জেরে পুলিশ প্রশাসনের দিকেও তির্যক বাণ ছোড়াছুঁড়ি হয়েছে ব্যাপক।

রাজ্যে নারী নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের পাশাপাশি সাধারণ মানুষ তথা যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন বাণে বিদ্ধ হয় রাজ্যের সরকার সহ আইন কানুন ব্যবস্থা। তবে এই সমস্ত কিছুর জের সামলে নিজেদের দায়িত্ব পালন করলো পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার দোষী ব্যক্তি।

ঘটনার বিবরণে প্রকাশ মঙ্গলবার আগরতলা টু বিশ্রামগঞ্জ নিজ বাড়ি আসার পথে চলন্ত বাস গাড়িতে এক মাঝ বয়সী ব্যক্তি দ্বারা শ্লীলতাহানির শিকার হয় এক জনজাতি শ্রেণীর তরুণী। সে গৌহাটি তে এয়ার হোস্টেস এর বিষয় নিয়ে ইন্টার্নশিপ করছে। এদিন বিমান যোগে প্রথমে সে আগরতলা এয়ারপোর্টে আসে। পরে সেখান থেকে নাগেরজলা এবং বাস গাড়িতে করে তার বাড়ির উদ্দেশ্যে রউনা হয়। তখনই চলন্ত বাসে এক ব্যক্তি তার সাথে অপকর্ম করার চেষ্টা করে বলে অভিযোগ।

জানা যায়, ঐ ব্যক্তি বিশালগড় এই নেমে যায়। কিন্তু তরুণী ঘটনা ফোন যোগে নিজ বাড়িতে জানালে আগে থেকেই বিশ্রাম গঞ্জে দল বেঁধে দাঁড়িয়ে থাকে তার পরিবারের লোক সহ আশেপাশের এলাকাবাসী। অবশেষে বাস টি বিশ্রাম গঞ্জে পৌছা মাত্রই এলপাতারি আক্রমণ চালায় ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষ। তাতে তিপ্রা মথা দলের কিছু নেতৃত্ব ও ছিল বলে ধরা পড়েছে ক্যামেরায়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে পরে উক্ত এলাকা। রাস্তা অবরোধ করে রাখা হয়।

প্রশাসনের আধিকারিকেরা ছুটে যায়। রাত আনুমানিক ১.৩০ মিনিট নাগাদ জারি করা হয় ১৬৩ ( যা পূর্বে ১৪৪ নং ধারা ছিল) নং ধারা। রাতভর এমনকি পরের দিনেও বহাল থাকে আরক্ষা প্রশাসন। এদিকে ঐ তরুণীর বয়ান মূলে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। যার জেরে আঁখেরে সাফল্য পাওয়া গেল।

বৃহস্পতিবার , বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত ব্যক্তি। জানা গেছে তার নাম সুকুমার বনিক। পুলিশ যদিও তার চেহারা প্রকাশ্যে আনেনি নিরাপত্তার খাতিরে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ। ততসঙ্গে তাকে কোর্টে প্রেরন করা হবে বলেও জানানো হয়েছে।

বলা বাহুল্য, এই ঘটনার জেরে যে তাণ্ডব হয়েছে এবং বরাবর খবরের মাধ্যমে যেভাবে মানুষের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন উচিৎ পদক্ষেপ গ্রহন না করলে তা রাজ্যে নারী সুরক্ষা ব্যবস্থায় আরও বড় দাগ রেখে যেত।

আগামী দিনে এধরণের ঘটনা ঘটাবার আগে যাতে মানুষ দু বার ভাবেন, আর সমাজের এধরণের নোংরা মানসিকতা সম্পন্ন মানুষ গুলোর যাতে বোধোদয় হয় এটুকুই আশা।

For All Latest Updates

ভিডিও