Udaipur News : রাজমিস্ত্রীর বেশে ঘুরে বেড়াচ্ছে ছিনতাইবাজ। অবশেষে সোনার চেইন ছিন্তাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো সে। ঘটনা উদয়পুর মহকুমায়।
জানা গেছে গত চার মাস আগে কুমারঘাট পাবিয়াছড়া থেকে রাজ মিস্ত্রির কাজ করার উদ্দেশ্য নিয়ে উদয়পুর আসে বিকাশ দাস নামক এক ব্যক্তি। উদয়পুর অমরসাগর পাড়ে জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতো সে। পরবর্তী সময়ে আরো কিছু লোক এসে জাকির হোসেনের বাড়িতে ভাড়া নেয়। তারাও রাজ মিস্ত্রীর কাজ করতে আসে বলে জানা যায় ।
কিন্তু গত রবিবার বিকাশ দাস হঠাৎ জাকির হোসেনের ঘড়ে ঢুকে জাকির হোসেনের স্ত্রীর গলায় ছুরি ধরে গলায় থাকা সোনার চেইন নিয়ে যাবার চেষ্টা করে। মহিলা চিৎকার করলে অন্য রাজ মিস্ত্রীরা ছুটে আসে । তারা তৎক্ষণাৎ বিকাশ দাসকে আটক করার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই বিকাশ পালিয়ে যায়।
কিন্তু মঙ্গলবার সকালে সেই ছিন্তাই বাজ বিকাশ আবারো কাজের জন্য উদয়পুরে আসলে তাকে আটক করে এলাকাবাসী। সাথে সাথে ক্ষুব্ধ জনতা তাকে ধরে কিছু উত্তম মধ্যম দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আমাদের আশে পাশে আমন বহু বিকাশ ঘুরে বেড়াচ্ছে। যারা সমাজে এক সভ্যতার মুখোশ ধারন করে চুপিসারে নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সচেতন নাগরিক দের সর্বদা এদের কে ধরে সবার সামনে এদের মুখোশ ছিঁড়ে দেবার চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই সমাজ অপরাধ ও অপরাধী দের মুঠো থেকে মুক্তি পাবে।