খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:42 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪২ অপরাহ্ণ

Chakmaghat Truck Accident : আরক্ষা দপ্তরের ব্যর্থতায় প্রাণ হারাল লড়ি চালক, ৫ ঘণ্টায় ও উদ্ধার করা গেল না তাকে

Chakmaghat Truck Accident
1 minute read

Chakmaghat Truck Accident : চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লো তরতাজা যুবক। ৫ ঘণ্টা যাবত জীবনের সাথে যুদ্ধ চালিয়ে শেষ রক্ষা হল না। চাকমাঘাটে যান দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারাল এক লড়ি চালক। ঘটনা সোমবার সকালে। জানা যায় এদিন ভোর রাতে দুর্ঘটনার কবলে পরে একটি লড়ি। ঘটনা স্থলে এলাকাবাসী ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়।

আরক্ষা দপ্তর কে খবর পাঠালে তৎক্ষণাৎ ছুটে আসে তারা। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। টানা ৫ থেকে ৬ ঘণ্টা যাবত উদ্ধার করার চেষ্টা হয় ঐ যুবক কে। জীবিত ছিল যুবক টি। কিন্তু ক্রমশই দম বন্ধ হয়ে সকাল প্রায় ৭.৪০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পরে সে।

প্রশ্ন উঠছে দুর্যোগ মোকাবেলা দফতরের ভূমিকা নিয়ে! দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ভোরে ছুটে আসে মহাকুমা প্রশাসনের অধীনস্থ দুর্যোগ মোকাবেলা দল, টি.এস.আর দ্বাদশ বাহিনীর রেস্কিও টিম ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু তাদের বারংবার চেষ্টার পরও চালক’কে গাড়ি থেকে বের করা সম্ভব হয়নি। ফলে গাড়িতে আটকা অবস্থায় প্রাণ হারায় চালক।

জানা গেছে ঐ চালক কাঞ্চনপুর এর বাসিন্দা মিহির লাল দেবনাথ । তার মৃত্যুর বেশকয়েক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করা হয় গাড়ির ভেতর থেকে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন দুর্যোগ মোকাবেলা দলের প্রতি। তাদের অভিযোগ, আজ যদি দুর্যোগ মোকাবেলা দলের সঠিক পরিকাঠামো থাকতো তাহলে এইভাবে প্রান হারাতে হতো না ঐ চালককে।

For All Latest Updates

ভিডিও