খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:42 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪২ অপরাহ্ণ

BSF Jawan News : বিএসএফ জওয়ানের হাতে আক্রান্ত যুব মোর্চা নেতা, উত্তাল মিয়াপাড়া চা বাগান এলাকা

BSF Jawan News
1 minute read

BSF Jawan News : ত্রিপুরার মিয়াপাড়া চা বাগানে ফের চাঞ্চল্যকর ঘটনা। বিএসএফ-এর হাতে মার খাওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন এই এলাকা। অভিযোগ, গত ছয় মাস ধরে মিয়াপাড়া ৪৯ নম্বর বাহিনীর তিন বিএসএফ সদস্য – সেক্টর ইনচার্জ আদিত্য সিং, এ এস চৌধুরী এবং তৃতীয় সিং সর্দার – লাগাতার সাধারণ মানুষের উপর নিপীড়ন চালিয়ে আসছেন।

শনিবার রাতে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দা ও যুব মোর্চার নেতা রাকেশ দেবকে বিনা উসকানিতে বন্দুকের নলি দিয়ে মারধর করে ওই তিন বিএসএফ সদস্য। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকেশ দেবকে বাঁচাতে গেলে নাইট গার্ড অনিল সরকারকেও বেধড়ক পেটানো হয়।

পরে দুইজনই অচৈতন্য অবস্থায় পড়ে থাকলে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান।

কিন্তু এখানেই শেষ নয়। আহতদের উপর হাসপাতালে গিয়েও ফের আক্রমণ চালানোর চেষ্টা করে অভিযুক্ত বিএসএফ সদস্যরা বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আদিত্য সিংয়ের বিরুদ্ধে আগেও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে, তবুও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও তদন্ত শুরু হয়নি।

এদিনের ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকা। মধুপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

মিয়াপাড়ায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার, প্রশ্ন উঠছে বিএসএফ-এর ভূমিকায়।

For All Latest Updates

ভিডিও