Boxanagar News : ত্রিপুরার সিপাহিজলা জেলার বক্সনগর আর.ডি. ব্লকের অন্তর্গত উত্তর বক্সনগরে আজ সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র তিন বছর বয়সী শিশু ফারহাদ হোসেনের (পিতা- জালাল উদ্দিন) করুণ মৃত্যু হয়েছে জলে ডুবে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ ফারহাদ হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পাশের পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কা করেন। শিশুটির বাবা নিজেই পুকুরে নেমে তল্লাশি শুরু করেন এবং জলের নিচে সন্তানের নিথর দেহ খুঁজে পান।
তত্ক্ষণাত ফারহাদকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকালমৃত্যুতে গোটা পরিবার ভেঙে পড়েছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। যথাযথ ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল এই ঘটনার পর গ্রামীণ এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।