Charilam Child News : তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনার পরবর্তীতে ওই শিশু বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি আড়ালিয়া খামারবাড়ি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত শিশুটি, আরিফুল ইসলাম, চড়িলাম আড়ালিয়া হাই স্কুলের ছাত্র। জানা গেছে, সে খেলার ছলে প্রতিবেশীর একটি বাঁশের ঝাঁটা থেকে লাঠি খুলে সেটি দিয়ে নালায় মাছ ধরার চেষ্টা করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সুমিত্রা সরকার নামে এক মহিলা শিশুটিকে ঘাড় ধরে নালার মধ্যে চেপে ধরে ডুবিয়ে রাখে বলে পরিবারের অভিযোগ।
শিশুটির বড় ভাই ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে ভাইকে উদ্ধার করে। এরপর থেকেই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে।
এদিকে ঘটনার পর বিশালগড় থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে গেলেও কোনো ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন শিশুটির পরিবার। শনিবার সকালে শিশুটির মা রোজিনা আক্তার সংবাদমাধ্যমের মাধ্যমে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীর শাস্তির দাবি তুলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
এই ঘটনায় শিশুর পরিবার ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।