খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:44 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৪ অপরাহ্ণ

Kathaliya Block News : মা বাবার কথা ভেবে অভিনব সিদ্ধান্ত নিলো প্রেমিক যুগল, বেঁচে গেল লক্ষ লক্ষ টাকা

Kathaliya Block News
1 minute read

Kathaliya Block News : সামাজিক ভাবে বিয়ে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভুরি ভোজ করিয়ে কি লাভ, তাছার যেখানে আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয় সেখানে এতো লক্ষ টাকা নষ্ট না করে বরং আইনি পথে বিবাহের বন্ধনেই আবদ্ধ হওয়া যাক – এই মানসিকতা নিয়ে এবং মধ্যবিত্ত মা বাবার কষ্টের কথা ভেবে প্রেমিকের হাত ধরে তার বাড়ি চলে এলো ২০ বছরের মহিমা আক্তার।

এবার এমনই এক ভিন্ন মানসিকতার চিত্র উঠে আসলো কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের খাদ্যাখলা গ্রাম থেকে। স্মার্ট মোবাইলের মাধ্যমে জাকির হোসেন নামক ২২ বছরের এক যুবকের সাথে পরিচয় এরপর প্রেম। অত্যন্ত দরিদ্র শ্রেণীর উভয় পরিবার।

তাই দুজনেই যেহেতু সাবালক , তাই সামাজিক ভাবে অর্থ খরচ করে নয় বরং পরিবারের বড়দের উপস্থিতি তে কোর্ট ম্যারেজ করে নেওয়ার সিদ্ধান্ত নিলো প্রেমিক যুগল। ছেলের পরিবারের সদস্যরাও তাতে সহমত পোষণ করে তাদের কে থানায় নিয়ে যান। সংবাদ কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে ঘটনার বিবরণ জানান তারা। অহেতুক পিতা মাতার যেন টাকা-পয়সা খরচ না হয় সেই চিন্তা করেই তাদের এই সিদ্ধান্ত।

তাদের বক্তব্য, তারা দুজনেই সাবালক। সমাজের ভালো মন্দ বোধ তাদের ও হয়েছে। মা বাবা নিম্ন মধ্যবিত্ত পরিবার , তাদের আর্থিক অবস্থা ততটাও স্বচ্ছল নয়। এই অবস্থায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সামাজিক ভাবে বিয়ে করার চাইতে আইনি ভাবে বিয়ে করাকেই সঠিক বলে মনে করছেন তারা। ছেলের বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে ফিরে যেতে বলা হয়েছিল বটে। তবে মহিমা আক্তার তাতে রাজী হয়নি। অতঃপর পুলিশ প্রশাসন কে বিষয় টি জানানো হয়।

For All Latest Updates

ভিডিও