খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 28 July 2025 - 04:41 PM
সোমবার, ২৮ জুলাই ২০২৫ - ০৪:৪১ অপরাহ্ণ

Bihar Snake News : সাপ কামড়াবে না! এবার শিশুই সাপকে কামড়ে দিল

Bihar Snake News
1 minute read

Bihar Snake News : এক বছরের ছোট্ট শিশু গোবিন্দ উঠোনে আপনমনে খেলছিল। হঠাৎই কোথা থেকে একটি বিষধর গোখরো সাপ চলে আসে সেইখানে। শিশুটি সাপটিকে দেখে ভয় পায়নি, বরং তাকে খেলনা ভেবে হাতে তুলে নেয়। তারপর ঘটে অপ্রত্যাশিত ঘটনা—গোবিন্দ সাপটিকে নিজেই কামড়ে বসে। ঘটনাটি ঘটে বিহার।

ঘটনাস্থলে প্রথম নজর পড়ে ঠাকুমার। তিনি দেখতে পান, শিশুটি কামড় বসাচ্ছে সাপের গায়ে, আর মুহূর্তেই সাপটি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। তবে কিছু সময়ের মধ্যেই শিশুটিও অজ্ঞান হয়ে পড়ে।

পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখান থেকে দ্রুত স্থানান্তর করা হয় জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে। সৌভাগ্যবশত, চিকিৎসকদের তৎপরতায় শিশুটি বিপন্মুক্ত হয়।

গোখরো হলো ভারতের অন্যতম বিষাক্ত সাপ। সাধারণত এই সাপ আক্রান্ত বোধ করলেই ছোবল দেয় এবং এদের বিষ অত্যন্ত প্রাণঘাতী। কিন্তু গোবিন্দের কামড় এতটাই জোরালো ছিল যে সাপটির দেহ দু’টুকরো হয়ে যায়!

জানিয়েছেন, গোবিন্দের মুখে সাপের বিষ ঢোকেনি বলেই সে প্রাণে বেঁচেছে। তবে বিষয়টি রীতিমতো আশ্চর্য এবং এক প্রকার অলৌকিকই বলা চলে।

একজন জানান, “আমরা কখনও ভাবিনি একটি শিশু একটি বিষধর সাপকে এইভাবে পরাস্ত করতে পারে। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়,” বলছেন গ্রামবাসীর এক সদস্য।

For All Latest Updates

ভিডিও