খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 28 July 2025 - 04:42 PM
সোমবার, ২৮ জুলাই ২০২৫ - ০৪:৪২ অপরাহ্ণ

NCC Ps Pews : এনসিসি থানার অভিযানে চুরি ও মাদক চক্রের বিরুদ্ধে সফল অভিযানে আটক তিন

NCC Ps Pews
1 minute read

NCC Ps Pews : কুমারী টিলা এলাকায় চুরির ঘটনায় দুই অভিযুক্তকে এবং গোপন অভিযানে একজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে চুরি যাওয়া রড, সিমেন্ট, বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাজিত মালাকার সংবাদ মাধ্যমকে জানান, সম্প্রতি কুমারী টিলা এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরির একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া রড ও সিমেন্ট উদ্ধার করা সম্ভব হয়।

এদিকে, আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে আলাদা মাদকবিরোধী অভিযানে পুলিশ আটক করে রঞ্জন রায় নামে এক ব্যক্তিকে, যিনি এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১০০ গ্রাম গাঁজা এবং হেরোইনের একটি কৌটা।

ওসি প্রাজিত মালাকার জানান, “আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবং প্রতিটি ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে আমরা আরও তদন্ত চালাচ্ছি।”

এই সাফল্যমণ্ডিত অভিযানে এনসিসি থানার পুলিশ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। আইনশৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ জনসচেতনতাও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

For All Latest Updates

ভিডিও