খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 27 July 2025 - 07:30 AM
রবিবার, ২৭ জুলাই ২০২৫ - ০৭:৩০ পূর্বাহ্ণ

School Student News : শিক্ষিকার কথায় অপমানিত হাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল মেধাবী ছাত্রী

School Student News
1 minute read

School Student News : এক মেধাবী ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বরপাথরি সোনাপুর এলাকায়। অভিযোগ, স্কুল শিক্ষিকার কথায় মানসিকভাবে ভেঙে পড়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে দশম শ্রেণির ছাত্রী তৃষা মজুমদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃষা মজুমদার বরপাথরি সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং বরাবরই মেধাবী হিসেবে পরিচিত, স্কুলের সাম্প্রতিক পরীক্ষায় বায়োলজি বিষয়ে ১৪ নম্বরের মধ্যে ১৩ নম্বর পেয়েছিলেন। কিন্তু উত্তরপত্রের শেষ প্রশ্নটি অন্য কলমে লেখার কারণে পরীক্ষক শিক্ষিকা বিনা দাস পাটারি এক নম্বর কেটে দেন। নম্বর কাটা নিয়ে কথা বলতে গেলে ওই শিক্ষিকা তাকে “নকল করেছে” বলে অপবাদ দেন।

এই মন্তব্যে মর্মাহত হয়ে তৃষা আত্মসম্মানে আঘাত পেয়ে বাড়ি ফিরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন।

পরিবারের অভিযোগ, শিক্ষিকার বিরুদ্ধে শান্তির বাজার থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলা গ্রহণে অনীহা প্রকাশ করেন। বর্তমানে তৃষা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

তৃষার পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। তারা আরও বলেন, শিক্ষিকার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং তা নিরপেক্ষ তদন্তেই পরিষ্কার হবে।

For All Latest Updates

ভিডিও