খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:13 AM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:১৩ পূর্বাহ্ণ

Biplab kumar Deb : ত্রিপুরার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে দিল্লিতে জোরদার উদ্যোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Biplab kumar Deb
1 minute read

Biplab kumar Deb : আজ আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। দিল্লিতে কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের শীর্ষস্তরের মন্ত্রীদের সঙ্গে ত্রিপুরার উন্নয়ন ও পরিকাঠামোগত চাহিদা নিয়ে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান তিনি।

বিপ্লব বাবু জানান, রাজ্যে বর্ষাকালে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে সর্বঋতুতে ব্যবহারযোগ্য সড়ক নির্মাণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়ে তিনি রাজ্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এছাড়াও, গোমতী ও মুহুরী নদীর উপর আরসিসি ব্রিজ নির্মাণ, এবং আগরতলা-সাব্রুম অ্যাপ্রোচ রোড প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানান সাংসদ দেব। নভেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস চেয়ে নির্মাণের গুণগত মান রক্ষায় উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক টিম গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

শুধু সড়ক নয়, আবাসন ও বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও কেন্দ্রীয় দফতরের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও শহরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করে ‘লাইট হাউজ প্রজেক্ট’ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ত্রিপুরার স্বার্থে এই আলোচনাগুলি যে রাজ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, তা নিয়ে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী।

For All Latest Updates

ভিডিও