খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 23 July 2025 - 09:38 PM
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ০৯:৩৮ অপরাহ্ণ

Sardamoyee Vidya Pith : সারদাময়ী বিদ্যাপীঠে চেয়ারম্যান রূপক সরকারের উদ্যোগে কম্পিউটার সেট বিতরণ

Sardamoyee Vidya Pith
1 minute read

Sardamoyee Vidya Pith : তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের সক্রিয় প্রচেষ্টায় অবশেষে কম্পিউটার সেট প্রদান করা হলো সারদাময়ী বিদ্যাপীঠ (গ্রান্ট-ইন-এইড) বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় অংশগ্রহণ আরও সহজতর হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

বিগত কয়েকদিন আগে, বিদ্যালয় কর্তৃপক্ষ পুর পরিষদের কাছে পাঁচটি কম্পিউটারের চাহিদা জানিয়ে আবেদন জানায়। যদিও সরকারি বিধিনিষেধের কারণে, এই ধরনের গ্রান্ট-ইন-এইড স্কুলগুলো সরাসরি সব সরকারি সুবিধা পায় না, তবুও পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন।

তিনি এম.সি. বডির অনুমোদন নিয়ে বিদ্যালয়ের জন্য একটি কম্পিউটার সেট প্রদানের সিদ্ধান্ত নেন। পাশাপাশি, বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা শাসক, জেলা শিক্ষা আধিকারিক ও মহকুমা তপশিলি জাতি উন্নয়ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকেও একটি করে কম্পিউটার সেট দেওয়ার অনুরোধ জানান।

বিধায়িকা কল্যাণী সাহা রায় ইতিমধ্যেই একটি কম্পিউটার সেট প্রদানের আশ্বাস দেন। আজ আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসের হাতে একটি কম্পিউটার সেট তুলে দেন রূপক সরকার।

এই অনন্য উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খুশির আবহ বিরাজ করে। রূপক সরকার জানান, “আমার লক্ষ্য শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতার প্রসার ঘটানো।” তিনি এ উপলক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান, কারণ রাজ্য সরকার এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ৭ কোটি ৬৭ লক্ষ টাকার অনুদান প্রদান করেছে।

এই ঘটনা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটি গঠনমূলক পদক্ষেপ, যা তেলিয়ামুড়া তথা গোটা অঞ্চলের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

For All Latest Updates

ভিডিও