Santirbazar Ganja News : শান্তির বাজার থানার পুলিশ এক বড়সড় সফলতা অর্জন করলো মঙ্গলবার। আগরতলা থেকে সাব্রুমগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মোট ১০ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যাত্রীকে, যার নাম শ্যামল সরকার (৪৩)। তিনি বিশ্রামগঞ্জের বরজলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় নিয়মিত রুটিন তল্লাশির অংশ হিসেবে তল্লাশি চালানো হয়। ওই সময় মনুবলকুলগামী “কুয়েশা কৃষ্টি” নামের একটি বাস (নম্বর টি আর ০৭ ১২০৩) থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করতে শুরু করে পুলিশ। সন্দেহজনক আচরণ দেখে শ্যামল সরকারের ব্যাগে তল্লাশি চালায় পুলিশ এবং তার কাছ থেকে ৫টি প্যাকেটে মোড়া অবস্থায় গাঁজা উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি করে গাঁজা, সব মিলিয়ে মোট ১০ কেজি।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে হাজির হন মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম পবিত্র দাস ও ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। তাদের উপস্থিতিতেই গাঁজার পরিমাণ ও গুণমান যাচাই করা হয়। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ অভিযুক্ত শ্যামল সরকারকে গ্রেপ্তার করে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, শ্যামল সরকার এই গাঁজাগুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুমের মনু এলাকায় পাচারের চেষ্টা করছিলেন।
এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক বাপি দের্বমা। তাঁদের সম্মিলিত চেষ্টায় এই বড় মাদক চালান ধরা সম্ভব হয়েছে।
শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা সংবাদমাধ্যমকে জানান, “এ ধরনের তল্লাশি ও অভিযান ভবিষ্যতেও চলবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই প্রয়াস অব্যাহত থাকবে।”
স্থানীয় মহলে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানানো হয়েছে। পুলিশের দাবি, এই ধরনের পদক্ষেপ মাদক চক্রের বিরুদ্ধে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে।