Tripura Assembly : ত্রিপুরা বিধানসভার বর্তমান ভবনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ রাজ্য বিধানসভা প্রাঙ্গণে আয়োজিত হয় এক স্মরণীয় অনুষ্ঠান। এই দিনটিকে কেন্দ্র করে “ঐতিহাসিক জুলাই” শীর্ষক অনুষ্ঠানে নেতৃত্বরা অংশ নেন একগুচ্ছ সম্মানসূচক কর্মসূচিতে, যার মধ্যে ছিল বিশেষভাবে আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়করা।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বিধানসভা কেবল একটি ভবন নয়— এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য এবং দায়িত্বের প্রতীক। যাঁরা অতীতে এখানে ছিলেন, তাঁদের অবদান আমরা সর্বদা স্মরণ করবো ও সম্মান জানাবো।”
এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন ১৯৬৩ সালে গঠিত ত্রিপুরা বিধানসভার দীর্ঘ পথচলায় ২০১১ সালের ২২শে জুলাই ছিলো এক ঐতিহাসিক মাইলফলক, এই বিশেষ দিনটিতে ত্রিপুরা বিধানসভা উজ্জয়ন্ত প্রাসাদ পরিসর থেকে বর্তমান পরিসরে কার্যান্তরিত হয়।
বক্তব্যে মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তৃতা রাখেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে ‘পদচিহ্ন স্মৃতি’ নামক বার্তা তুলে ধরা হয়, যা পূর্বতন বিধায়কদের অবদানকে স্মরণ করে ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা ও নেতৃত্বের বার্তা দেয়।
এই উপলক্ষে ত্রিপুরা বিধানসভার প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের প্রতি অঙ্গীকার পুনরায় ব্যক্ত করা হয়।