খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 23 July 2025 - 09:36 PM
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ০৯:৩৬ অপরাহ্ণ

Dharmanagar College : ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীদের মারপিটে রণক্ষেত্র, দমকল বাহিনীর সাহায্যে হাসপাতালে আহতরা

Dharmanagar College
1 minute read

Dharmanagar College : শিক্ষাঙ্গনে এখন আর শিক্ষার পরিবেশ নেই । রাজ্যের ডিগ্রি কলেজ গুলিতে ছাত্র রাজনীতির নাম ভিড়িয়ে এক প্রকার মস্তানি , গুণ্ডামি আর অসামাজিক পরিবেশ কায়েম হয়েছে। এমনই এক ঘটনার সাক্ষী রইলো উত্তর ত্রিপুরার ধর্মনগর ডিগ্রি কলেজ।

মঙ্গলবার নিত্যদিনের মতোই উক্ত ডিগ্রি কলেজে চলছিল পঠন পাঠন। তখন আচমকা দুই পক্ষের বিবাদে উত্তপ্ত হয়ে উঠে কলেজ চত্বর। মৌখিক বিতর্ক গড়ায় হাতাহাতির দিকে। অসুস্থ্য হয়ে পরে তিন ছাত্রী। ছুটে আসে দমকল বাহিনী। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাদের হাসপাতালে।

ঘটনার সূত্রপাত নাকি এক জুনিয়র এর কটু দৃষ্টি কে ঘিরে। জানা যায়, ৬ষ্ঠ সেমিস্টারের এক ছাত্র ও ছাত্রী পাশাপাশি হেটে চলে যাচ্ছিলো। দূর থেকে জুনিয়র সেমিস্টার এর এক ছাত্রী তাদের দিকে নাকি দীর্ঘ ক্ষন যাবত তাকিয়ে ছিল। কেন সে তাকিয়ে আছে এই প্রশ্ন ছুড়েই নাকি দুই পক্ষের মধ্যে প্রথমে বিতর্ক বাঁধে। অতঃপর ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী টি বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ করে বাকিরা। এই বিষয় কে কেন্দ্র করেই দুই পক্ষের মাঝে বিবাদ চরম আকার ধারন করে।

পরবর্তী সময় ৬ষ্ঠ সেমিস্টারের মেয়েটি এবিভিপি র নাম করেও বেশ কিছু কটূক্তি করে বলে অভিযোগ করে অন্যরা। শেষে দুই পক্ষের মারামারি তে বেশ কয়েকজন আহত হয়ে পরে। ঘটনার খবর যায় দমকল বাহিনীর কাছে। তড়িঘড়ি তারা ছুটে এসে আহত দের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

এই গোটা ঘটনায় এদিন ডিগ্রি কলেজে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পঠন পাঠনে ব্যাঘাত তো ঘটেই। ততসঙ্গে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় । বলা বাহুল্য, এই ঝগড়া বিবাদের মাঝেও কোথাও না কোথাও ছাত্র রাজনৈতিক মনোভাব প্রকট হয়েছে। বিস্তার লাভ করেছে এক ক্ষমতার প্রদর্শনী। যা কোনোমতেই সুস্থ শিক্ষা ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রে অনুকূল নয়।

এই সমস্ত ঘটনা প্রায়শই ঘটে চলেছে রাজ্যের নানা ডিগ্রি কলেজ গুলোতে। কিছু ঘটনা প্রকাশ পায়, কিছু হয়তো রাজনীতির আরালেই ধামা চাপা পরে যায়। তবে এধরণের পরিবেশ কোনোমতেই কাম্য নয়। এধরণের ঘটনার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের ও নজরদারি তীব্র হওয়া উচিৎ বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

For All Latest Updates

ভিডিও