খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 14 July 2025 - 04:22 PM
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ০৪:২২ অপরাহ্ণ

Indias Muslim Population Increase : আগামী ২৫ বছরে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত! পিউ-র রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

Indias Muslim Population Increase
1 minute read

Indias Muslim Population Increase : বিশ্বজুড়ে পাল্টে যাচ্ছে ধর্মীয় demography-এর মানচিত্র। ২০১০ থেকে ২০২০—এই এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়েছে রেকর্ড গতিতে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এমনই বিস্ময়কর তথ্য। বিশেষজ্ঞদের অনুমান, এই বৃদ্ধির ধারায় রাশ না টানলে ২০৫০ সালের মধ্যেই ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত!

মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি!
২০১০ সালে যেখানে বিশ্বের মুসলিম জনসংখ্যা ছিল ২৩.৯ শতাংশ, ২০২০-তে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে। শুধুই প্রাকৃতিক বৃদ্ধি নয়, কিছুটা ধর্মান্তরের প্রভাবও রয়েছে এই বৃদ্ধিতে। তবে মূল চালিকাশক্তি—উচ্চ জন্মহার, যা মৃত্যুহারের তুলনায় অনেক বেশি।

বিশেষত, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই দেখা যাচ্ছে সবচেয়ে দ্রুত মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা।

১০ বছরে ভারতে ৩.৫৬ কোটি বেড়েছে মুসলিম জনসংখ্যা।
২০১০ সালে যেখানে মুসলিমদের সংখ্যা ছিল ১৪.৩ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে হয়েছে ১৫.২ শতাংশ। হিন্দুদের সংখ্যা সেখানে কিছুটা কমে ৮০ থেকে নেমে এসেছে ৭৯ শতাংশে। যদিও বিশ্বজুড়ে হিন্দুদের জনসংখ্যা বেড়েছে ১২ শতাংশ হারে।

খ্রিস্টানদের হার কমেছে, বৌদ্ধদের পরিস্থিতি আরও খারাপ, খ্রিস্টান জনসংখ্যাও কমেছে কিছুটা—২০১০ সালের ৩০.৬ শতাংশ থেকে ২০২০ সালে নেমেছে ২৮.৮ শতাংশে। সবচেয়ে বেশি হ্রাস দেখা গেছে বৌদ্ধদের মধ্যে, যার অন্যতম কারণ চীনে দীর্ঘদিনের জন্মহার নিয়ন্ত্রণ নীতি।

নাস্তিকদের সংখ্যাও লাফিয়ে বেড়েছে! সবচেয়ে আশ্চর্যজনক তথ্য—মুসলিমদের পর সবচেয়ে দ্রুত বাড়ছে নাস্তিকদের সংখ্যা। মাত্র ১০ বছরে প্রায় ২৭ কোটি বেড়ে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১.৯ বিলিয়নে। এখন বিশ্বের প্রায় ২৪.২ শতাংশ মানুষ কোনও ধর্ম মানেন না।

For All Latest Updates

ভিডিও