ABVP Bishalgarh Relly : শুক্রবার বিকেলে বিশালগড় বাজারে ABVP-র উদ্যোগে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক স্কুল ছাত্র-ছাত্রী। বিশালগড় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মিছিলটি শুরু হয় জাঙ্গালিয়া এলাকা থেকে, যা পরে বিশালগড় বাজার পর্যন্ত পৌঁছায়।
মিছিল চলাকালীন হঠাৎ করেই বেশ কয়েকজন পড়ুয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি করে তাদের বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় নয়জন ছাত্র-ছাত্রীকে সেখানে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগরতলার হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান বিশালগড় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি গৌতম ঘোষ। তাঁরা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং অসুস্থ ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মিছিল চলাকালীন গরম ও ধকলের কারণে এই ধরণের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে ছাত্র-ছাত্রীদের চিকিৎসা চলছে এবং বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এই ধরণের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ কতটা যুক্তিযুক্ত।



