খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 09:33 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:৩৩ অপরাহ্ণ

Ratan Lal Nath : বিদ্যুৎ মন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, থানায় অভিযোগ দায়ের করলেন সিধাইয়ের যুব সমাজ

Ratan Lal Nath
1 minute read

Ratan Lal Nath : ত্রিপুরায় স্মার্ট মিটার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে ক্রমেই তীব্র হচ্ছে জনরোষ। তারই অংশ হিসেবে গত ৮ই জুলাই উদয়পুর কাকড়া বন জাতীয় সড়কে একদল ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। মূলত স্মার্ট মিটার সংযোগ এবং বিদ্যুৎ বিল বৃদ্ধির জেরে সাধারণ মানুষের মাঝে প্রবল ক্ষোভ দানা বাঁধে। অবরোধ চলাকালীন সময়ে উদয়পুর রাজনগর এলাকার এক বাসিন্দা, জোহরা বেগম, উত্তেজনার বশবর্তী হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এই ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর সিধাই মোহনপুর এলাকার কয়েকজন যুবক বিষয়টিকে অত্যন্ত অপমানজনক ও হৃদয়বিদারক বলে মনে করেন।

তাদের মতে, একজন সাতবারের নির্বাচিত বিধায়ক ও বর্তমানে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যের প্রতি এমন ভাষা ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও শিষ্টাচার বহির্ভূত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জোহরা বেগমের বিরুদ্ধে বৃহস্পতিবার সিধাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারীরা জানান, সামাজিক মাধ্যমে ভিডিওটি নজরে আসার পর তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। স্থানীয় থানার অফিসার ইন চার্জ-এর সঙ্গে দেখা করে তাঁরা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, একজন সম্মানীয় জনপ্রতিনিধিকে নিয়ে প্রকাশ্যে এমন কুরুচিকর মন্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণ করতে সাহস না পায়।

রতন লাল নাথ ত্রিপুরার রাজনীতির পরিচিত মুখ। দীর্ঘদিন ধরেই তিনি সিধাই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসছেন এবং বর্তমানে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের অশালীন মন্তব্য রাজ্যের রাজনৈতিক শালীনতার পরিপন্থী বলে অনেকেই মনে করছেন।

সিধাই মোহনপুরের যুব সমাজের দাবি, মতপ্রকাশের অধিকার থাকলেও তা যেন শালীনতার সীমা অতিক্রম না করে।

একজন জনপ্রতিনিধির সম্মান রক্ষায় তাঁরা সবসময় সচেষ্ট থাকবেন বলেও তাঁরা জানান। অন্যদিকে থানার পক্ষ থেকেও অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে প্রতিবাদের ভাষা হিসেবে দেখলেও, অধিকাংশের মতে এরূপ অশালীন আচরণ সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর।

For All Latest Updates

ভিডিও