Kailasahar CPIM Strike : সারা দেশে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটকে ঘিরে কৈলাশহরেও দেখা গেছে উল্লেখযোগ্য সাড়া। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রেখে বনধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান সাধারণ মানুষ। কিন্তু এই শান্তিপূর্ণ বনধে অস্বস্তিকর চিত্র দেখা যায় দুপুর নাগাদ, যখন একদল বিজেপি সমর্থক বাজার এলাকায় জড়ো হয়ে দোকান খোলার দাবি জানাতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিজেপির কৈলাশহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ ও রাজ্য কমিটির সদস্য নীতিশ দে-র নেতৃত্বে প্রায় ২০০ বিজেপি কর্মী বনধে বাধা দেওয়ার উদ্দেশ্যে বাজার চত্বরে নামেন। তাঁদের বিরুদ্ধে বনধ সমর্থনকারী দোকানদার ও ব্যবসায়ীদের ভয় দেখানো এবং গায়ের জোরে দোকান খোলানোর অভিযোগ উঠেছে।
শাসক দলের পক্ষ থেকে বনধকে ব্যর্থ করার জন্য ব্যবহার করা হয়েছে দলীয় বলপ্রয়োগ ও সংগঠিত হুমকি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে শাসকদলের এই পদক্ষেপ রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তোলে, অন্যদিকে সাধারণ মানুষের প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার হরণের সামিল।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বামপন্থী নেতারা। তাঁদের দাবি, “জনগণ নিজের অধিকার চর্চা করতে চায়, আর বিজেপি সেই অধিকারকে পিষে ফেলতে উঠেপড়ে লেগেছে।
যদি ও ২০১৮ সাল থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গনতন্ত্র কে ক্ষুণ্ণ করতে লেগে পড়েছে বিজেপি।
তবে আজকের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।