খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 10 July 2025 - 12:03 AM
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ণ

Asish Kumar Saha : বনমালীপুরে রাজনৈতিক সন্ত্রাস, অভিযুক্ত বিজেপি আশ্রিত গুন্ডারা

Asish Kumar Saha
1 minute read

Asish Kumar Saha : বনমালীপুর জুড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। একের পর এক সন্ত্রাসের ঘটনায় আতঙ্কিত ৩১ নম্বর পুর নিগম ওয়ার্ডের সাধারণ মানুষ। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সরাসরি অভিযোগ তুলেছেন, “বিজেপির মদতে আশ্রিত গুন্ডারা গোটা এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করছে, এবং কংগ্রেস সমর্থকদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে।”

গত ৬ জুলাই মধ্যরাতের পরে বনমালীপুর এলাকায় বাইক নিয়ে ঘোরাফেরা করে একদল দুষ্কৃতী। অভিযোগ, তারা কংগ্রেস নেতা-কর্মীদের বাড়ির সামনে জড়ো হয়ে ভয় দেখাতে থাকে। বিভিন্ন জায়গায় কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলা হয়, দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। দলীয় যুব নেতা বাপ্পু চক্রবর্তীর উপর চালানো হয় বর্বরোচিত হামলা।

ঘটনার সময় বাপ্টু চক্রবর্তী মর্ডান ক্লাবের কাছে দাঁড়িয়ে এক পরিচিতের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় আচমকা ৪-৫টি বাইকে করে কিছু দুষ্কৃতী এসে তাঁর ওপর আক্রমণ চালায়। গুরুতর চোট পান বাপ্পু। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতৃত্ব। আশীষ কুমার সাহা বলেন,

“বিজেপি বুঝিয়ে দিয়েছে, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এখন সন্ত্রাসের পথে হাঁটছে। প্রশাসন বিজেপির দাসে পরিণত হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার না করলে আমরা রাস্তায় নেমে আরও বৃহত্তর আন্দোলনে নামব।”

তিনি আরও বলেন,
“বনমালীপুরে বিজেপি পরিকল্পিতভাবে কংগ্রেসকে দমন করতে চাইছে। সাধারণ মানুষের ঘরে ঘরে আতঙ্ক ছড়ানো হচ্ছে। প্রশাসন নিশ্চুপ। এটা আর রাজনৈতিক লড়াই নয়, এটা গনতন্ত্র রক্ষার লড়াই।

বনমালীপুরের ঘটনাকে ঘিরে এখন প্রবল চাপানউতোর। এই অবস্থায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা।

এছাড়াও তিনি এদিন কংগ্রেস বিধায়ক গোপাল রায় এর উপর প্রকাশ্যে আক্রমণের ঘটনা ও তুলে ধরেন।

For All Latest Updates

ভিডিও