খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 3 July 2025 - 10:15 PM
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ১০:১৫ অপরাহ্ণ

Anandamarg Master Unit : বন মহোৎসব উপলক্ষে আনন্দমার্গ মাস্টার ইউনিটে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি

Anandamarg Master Unit
1 minute read

Anandamarg Master Unit : আজ ২রা জুলাই, বন মহোৎসবের পবিত্র দিনে চড়িলাম আনন্দ সরিতা মাস্টার ইউনিটে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘ। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা বন আধিকারিক প্রনজিৎ ভৌমিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বন আধিকারিক ঝন্টু শীল, সিপাহীজলা জেলার ভুক্তি প্রধান ননীগোপাল দেবনাথ, উপভুক্তি প্রমুখ শ্যামল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ডি.এফ.ও প্রনজিৎ ভৌমিক একটি বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরবর্তীতে মাস্টার ইউনিটের পক্ষ থেকে রেক্টর মাস্টার সন্ন্যাসিনী দিদি অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান।

এই দিন আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ছোটোদের মধ্যে পরিবেশপ্রেম ও সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ। সকলে মিলে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রায় একশটি বৃক্ষ রোপণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচি শুধুমাত্র সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার প্রতিশ্রুতি। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও দূষণের বিপদের মুখে দাঁড়িয়ে, এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিবেশ রক্ষায় গাছ লাগান – আগামীকে সবুজ রাখুন।

For All Latest Updates

ভিডিও