Jampuijala cpim program
জম্পুইজলায় আচমকাই জনশিক্ষা দিবস পালনের মধ্যে দিয়ে জেগে উঠলো সিপিআইএম
ইনক্লাব জিন্দাবাদ স্লোগান শুনে আঁতকে উঠলেন জম্পুই জলার মানুষ। এলাকার জনজাতি সহ সমস্ত পরিবার গুলো যেন দেখলো শুক্রবারে এক নতুন সকাল। আজ ২৭শে ডিসেম্বর জনশিক্ষা দিবস। জনশিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষার আলোর প্রসারিত হয়েছিল। দিনটি এ রাজ্যের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মা এবং সুবর্ণ দেববর্মারা এ জনশিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। জনশিক্ষা আন্দোলন দিবস এবছর ৮০ বছরের পদার্পণ করেছে। ৮০তম জনশিক্ষা দিবস রাজ্যের সর্বত্রই সিপিআইএম দলের পক্ষ থেকে পালন করা হচ্ছে। পাশাপাশি জম্পুইজলা মহকুমা অন্তর্গত জম্পুইজলা সিপিআইএম দলীয় কার্যালয়েও এদিনে জনশিক্ষা দিবস পালন করা হয়। প্রথমে গণমুক্তি পরিষদের দলীয় পতাকা উত্তোলন, তারপর জনশিক্ষা আন্দোলনের মূল কান্ডারীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন টাকারজলা বিধানসভার প্রাক্তন বিদায়াক রমেন্দ্র দেববর্মা, সিপিআইএম নেতা বিশ্ব কলই,শ্যামল দেববর্মা সহ এলাকার সিপিআইএম কর্মীরা। দীর্ঘ দিন বাদে জম্পুই জলার বুকে বামেদের এধরনের কর্মসূচী এবং শ্লোগান শুনতে পেয়ে হতবাক হয়ে উঠেছেন অনেকেই। অনেকের মনে আবার ভয় ও কাজ করতে শুরু করেছে। এ যেন বাম্পন্থার নয়া উত্থান কিংবা বলা চলে শক্তি সঞ্চয় করে ময়দানে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।