Electric short circuit death

বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত যুবক, গাছের ডাল কাটতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মেলাঘরে

গাছের ডাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত এক যুবক। ঘটনা মেলাঘরে। ঘটনার বিবরনে জানা যায় মেলাঘর ইন্দিরা নগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন রাস্তার সঙ্গে তাদের বাড়ির সীমানা লাগুয়া একটি সেগুন গাছের ঢাল পরিষ্কার করার জন্য গাছে ওঠেন। গাছের ডাল পরিষ্কার করার পরে, গাছের একটি ডাল গাছের উপরে ১১০০০ বিদ্যুৎ তারে সংস্পর্শ হয়। তখন ওই গাছ পুরোটাই বিদ্যুৎ তারের সঙ্গে শর্ট সার্কিট হয়ে পরে। এর ফলে ফারুক হোসেন ওই গাছ থেকে মাটিতে পড়ে আহত হন। আহত ফারুক হোসেন কে উদ্ধার করে বাড়ির লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মেলাঘর হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে বিদ্যুতের সংস্পর্শ বিষয়টি এড়িয়ে যায় ফারুক। কিন্তু ঘটনাস্থলে থাকা লোকজন তারা অফ ক্যামেরা বলছে ফারুক বিদ্যুৎ সংস্পর্শে আহত হন। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেলাঘর বিদ্যুৎ দপ্তরের, লোকজন এসে যে গাছের ডালটি বিদ্যুৎ তারের উপরে পড়েছিল সেটিকে সরিয়ে দেন। বিডি দপ্তরের লোকজন এসে বলেণ যে তাদের কোন ইনফরমেশন না দিয়েই ফারুক এই কাজ করেছে । তবে ভাগ্যের জোরে অল্পের জন্য বেঁচে যান ফারুক হোসেন।

Leave A Reply