Google chrome to be sold

বিক্রি হয়ে যেতে চলেছে গুগল ক্রোম, আইনি পথে ট্র্যাম্প এর সরকার

দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার মসনদে বসেই বড় সিদ্ধান্ত ট্র্যাম্পের। গুগল ক্রোম নিয়ে এবার আইনের পথে হাটতে চলেছে মার্কিন সরকার।
গ্লোবাল সার্চ ইঞ্জিনের বাজারে প্রায় ৯০% শেয়ার রয়েছে গুগল ক্রোমের বাজারে। আর এখানেই আপত্তি। ক্রোমের জনপ্রিয়তা বিশ্ব ব্যাপি চূড়ান্ত পর্যায়ে। আর তাই ক্রোমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এক কথায় বিক্রি হয়ে যেতে পারে ক্রোম। আমেরিকান সরকারের দাবী ইন্টারনেট এর সার্চ মার্কেট এবং তার সঙ্গে জড়িত বিজ্ঞাপন- দুই ক্ষেত্রেই কার্যত একচেটিয়া ব্যবসা করে চলেছে গুগল ক্রোম। তাই ক্রোম নিয়ন্ত্রক অ্যালবাফেটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে আমেরিকার বিচার বিভাগ। এর আগেও প্রথম বার যখন ট্র্যাম্প মসনদে বসেছিলেন তখন থেকেই গুগল এর বেশ কিছু কার্যপ্রণালীর বিরোধিতা করেছিলেন তিনি। এমনকি এবার গুগল এর বিরুদ্ধে আইনি পদক্ষেপই নিতে চলেছেন। আমেরিকার বেশ কিছু পণ্য গুগল ব্যবহার করতে পারবে না , এমনটাই সিদ্ধান্ত গ্রহনের দিকে অগ্রসর হচ্ছে আইমেরিকান আইনি ব্যবস্থা। মার্কিন বাজারের ও প্রায় ৬১ শতাংশ নিয়ন্ত্রন করে ক্রোম। অনলাইন সার্চ এর ক্ষেত্রে মনপলি রয়েছে ক্রোমের। তাই বিগত আগস্ট মাসেই দিকেই গুগল ও তাদের নিয়ন্ত্রক সংস্থা অ্যালফাবেটের বিরুদ্ধে আদালতে মামলার পরিপ্রেক্ষিতে শাস্তির চিন্তা ভাবনা ও করেছিল আদালত।

Leave A Reply