Sushanta Chowdhury Press meet: আশি দিনের খাদ্যশস্য মজুদ রয়েছে রাজ্যে আশঙ্কার কোনো কারণ নেই সুশান্ত চৌধুরী

Khabare Pratibad
2 Min Read
Sushanta Chowdhury Press meet

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর অংশে জাটিঙ্গা লামপুর এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ কয়েকদিনের জন্য রাজ্যে রেলপথে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী আমদানি বন্ধ হয়েছিল। বর্তমানে ১১ মে থেকে আবারো ট্রেন পথ চালু হয়েছে। বর্তমানে পেট্রোপণ্য সহ বিভিন্ন ধরনের সামগ্রীর রাজ্যে কোন অভাব নেই, সোমবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন খাদ্য দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন রেল লাইনে ধ্বস নামায় গত ২৬ এপ্রিল থেকে পণ্য সামগ্রী রেলপথে আনা বন্ধ হয়ে পড়েছিল। সে সময় ট্রাক ট্যাঙ্করের মাধ্যমে রাজ্যের পেট্রোল ও ডিজেল আমদানি করা হয়েছে। তবে সেটা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল। যার কারণে এক মে থেকে পেট্রোল ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে সরকারি তরফে রেশনিং ব্যবস্থা আনা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি অনুযায়ী ওই সময়, রেশনিং ব্যবস্থা বাস্তবায়নে সাধারণ মানুষজন যথেষ্ট সহযোগিতা করেছেন। তবে বর্তমানে সেই সংকট কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। রেল লাইন থেকে প্রতিবন্ধকতা দূর করতে খাদ্য দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী অতি দ্রুততায় পদক্ষেপ নিয়েছেন। রেলমন্ত্রকের সাথে নিয়মিত যোগাযোগ করে খুব দ্রুতই রেলপথ সারাই করা সম্ভব হয়েছে। রেলমন্ত্রক মুখ্যমন্ত্রীর অনুরোধে দ্রুত রেল লাইন চালু করার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেয়। যার কারণে ১১ মে থেকে সব ধরনের পণ্য রাজ্যে আসতে শুরু করেছে স্বাভাবিকভাবে। বর্তমানে পেট্রোপণ্যের স্টক রাজ্যে ভালো পরিমাণে রয়েছে। পরিস্থিতি উন্নত হওয়ায়, ১৫ মে থেকে পেট্রোল পণ্যের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়। বর্তমানে রাজ্যের চাহিদার তুলনায় যথেষ্ট ভালো পরিমাণে পেট্রোল ও ডিজেললের মজুদ রয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অপরদিকে অন্য একটি তথ্যে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে গনবন্টন ব্যবস্থায় ৬০ থেকে ৮০ দিনের খাদ্যশস্য মজুদ রয়েছে। রেলপথ বন্ধ হওয়ায় কিছুদিন বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমদানিতে বাধা সৃষ্টি হলেও, বর্তমানে এই পরিস্থিতি নেই। আবারো আগের মতই খাদ্যশস্য রেল ওয়াগনে করে আসতে শুরু করেছে রাজ্যে। তাছাড়া খাদ্যশস্য যে পরিমাণে মজুত রয়েছে তাতে আশঙ্কার কোন কারণ নেই বলেই জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *